ePaper

ফরিদপুরে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র ?প্রেস ব্রিফিং ? অনুষ্ঠিত

ব্যুরো চিফ,ফরিদপুর

জুলাই অভ্যুত্থানে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরে ? এনসিপি’র পদযাত্রা উপলক্ষে ? সাংবাদিকদের অবগত ? এবং সংবাদ সংগ্রহের  উদ্দেশ্যে ?এক প্রেস ব্রিফিং  অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে ফরিদপুর  প্রেসক্লাবের? সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়ালের সঞ্চালনায় ? এতে লিখিত বক্তব্য পেশ করেন ? এনসিপি ?ফরিদপুরের ?? প্রধান সমন্বয়কারী নীলিমা দোলা। এ সময় উপস্থিত ছিলেন ১ নং যুগ্ম সমন্বয়ক এসএম জাহিদ  যুগ্ম- সমন্বয়ক ডাক্তার বাইজিদ হাসান ? শাহেদ, যুগ্ম সমন্বয়ক কামাল হুসাইন,  শ্রমিক  উইং এর প্রধান সমন্বয়ক এসএম জুনায়েদ জিতু,এনসিপি জেলা ? কমিটির সদস্য এসএম আকাশ, সোহান ইসলাম সুজাত, আবিদুর রহমান শফিক, হাবিবুর রহমান ? প্রমুখ। এ সময় ফরিদপুর প্রেসক্লাবের সদস্য বৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সাংবাদিক সম্মেলনে প্রধান সমন্বয়কারী সৈয়দা নীলিমা দোলা আজকের অনুষ্ঠান কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ৯.৩০ ঘটিকায় সার্কিট হাউস থেকে জনতা ব্যাংকের  মোড় পর্যন্ত পদযাত্রা, ১০.০০ টায় জাতীয় সংগীত ও শহীদ স্মরণ, ১২.টায়  পার্টি অফিস উদ্বোধন ও শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ।  উক্ত কর্মসূচি সফল করতে সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *