ePaper

ফরিদপুরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক

ফরিদপুরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও যুব র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর ফরিদপুর জেলা কার্যালয় এর উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় হতে একটি র‌্যালি শহর প্রদক্ষিণ করে সূচনা স্থানে ফিরে আসে। এরপর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক এএসএম মইনুল আহসান-এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা, উপসচিব ও জেলা পরিষদ ফরিদপুরের  প্রধান নির্বাহী কর্মকর্তা মো. বাকাহিদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার, আজমীর হোসেন, সিভিল সার্জন ডাক্তার মাহমুদুল হাসান, মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার, ফরিদপুর মুসলিম মিশনের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এম এ সামাদ, জুলাই যোদ্ধা কাজী রিয়াজ, সোহেল রানা, আসিবুর রহমান সজল, সংস্কার কল্যাণ সংস্থার সভাপতি সানজাদুর রহমান, যুব উন্নয়ন অধিদপ্তরে প্রশিক্ষণার্থী সামিয়া আক্তার, অনিন্দ্য বিশ্বাস প্রমূখ। সভায় বক্তারা বলেন দেশের উন্নয়নে যুব সমাজের অপরিসীম। আজকে যারা যুবক আগামী দিনে তারাই দেশকে নেতৃত্ব দেবে। তাদের নেতৃত্বেই দেশ এগিয়ে যাবে। বক্তারা যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে বলেন বিগত দিনে যুব উন্নয়ন অধিদপ্তর মাধ্যমে প্রশিক্ষণ গ্রহণ করে বেকার যুবকরা স্বাবলম্বী হয়েছেন, তারা এখন দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। বক্তারা বলেন শুধু প্রশিক্ষণ নিলেই হবে না তাকে বাস্তবায়ন করতে হবে। নিজেদের ভালো উদ্যোক্তা হিসেবে তৈরি করতে হবে ভালো একজন উদ্যোক্তা হতে পারলে অনেক বেকার লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা সম্ভব। আর তাই যুব উন্নয়ন অধিদপ্তর থেকে বিভিন্ন বিষয়ের প্রশিক্ষণ গ্রহণ করে স্বাবলম্বী হওয়া সম্ভব। তাতে দেশের উন্নয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা যাবে। বক্তারা বলেন ২০২৪ সালে যুবসমাজের গুরুত্বপূর্ণ অবদানের কারণেই স্বৈরাচারী সরকার বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে। ২০২৪ এর চেতনাকে কাজে লাগিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। আমাদের যুব শক্তিকে কাজে লাগাতে হবে। যুব শক্তি কাজে লাগাতে পারলে দেশের উন্নয়ন সম্ভব হবে। যুব সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানের সফল যুব সংগঠক ও নারী উদ্যোক্তা সংগঠক এবং পরবর্তীতে আরো তিনজনকে  ঋণ এর চেক প্রদান করা হয়। এর পূর্বে জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা ও পরে শপথ বাক্য পাঠ করানো হয়।অনুষ্ঠান পরিচালনা করেন যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক প্রশান্ত কুমার বাড়ৈ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *