ePaper

ফরিদপুরে চিকিৎসকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

লিয়াকত হোসেন, ফরিদপুর ব্যুরো

ফরিদপুর মেডিকেল কলেজের অর্থোপেডিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার মো. শাহিন জোদ্দার এর উপর হাসপাতালে কর্মরত অবস্থায় হত্যার উদ্দেশ্যে ভয়াবহ সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। গতকাল বুধবার ফরিদপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধনে বক্তব্য রাখেন অধ্যাপক মোশাররফ হোসেন, মোহাম্মদ হাজ্জাদ, ডাক্তার ফারুক আহমেদ প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন ডাক্তার শাহিন জোদ্দার শুধুমাত্র ফরিদপুর নন বাংলাদেশের সম্পদ। গতকাল সন্ত্রাসীরা হত্যার উদ্দ্যেশ্যে তার উপর হামলা করেছে এবং তাকে শারীরিকভাবে আহত করেছে। অথচ অসহায় মানুষের বন্ধু, ডা. শাহিন জোদ্দার সব সময় অসহায় মানুষের পাশে থাকেন এবং তাদের সহযোগিতা করেন। এমন কোন মানুষ খুঁজে পাওয়া যাবে না যে ডা. শাহিনের কাছে সাহায্য-সহযোগিতা চেয়ে পায় নাই। এমন একজন ডাক্তার কে আঘাত করা মানে সকল ডাক্তারকে আঘাত করার শামিল। বক্তারা অবিলম্বে তার উপর হামলা কারীদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করার জন্য প্রশাসনের নিকট দাবি জানান।  তা না হলে আগামী দিন আরো কঠোর কর্মসুচীর দেয়া হবে বলে হুশিয়ারি প্রদান করা হয়। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে ফরিদপুর মেডিকেল কলেজের সরকারি কর্মচারী কল্যাণ সমিতি, ফরিদপুর বাসি সহ বিভিন্ন সংগঠনের ব্যানারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে ফরিদপুরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করে। পরে জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *