ePaper

ফরিদপুরে চাকুরী স্থায়ীকরণের দাবিতে বিদ্যুৎ শ্রমিকদের মানবন্ধন

oppo_0

সবুজ দাস, ফরিদপুর

ওজোপাডিকো বিক্রয় ও বিতরণ বিভাগে কর্মরত লাইন সাহায্যকারী (গ্যাটিস) এর বয়সসীমা ও শিক্ষাগত যোগ্যতা শিথীল করে চলমান নিয়োগ সংশোধন ও বিকলাঙ্গ শ্রমিকদের যোগ্যতা অনুযায়ী চাকুরী স্থায়ীকরণ সহ মৃত্যুবরণকারী পরিবারের সদস্যদের যোগ্যতা অনুযায়ী চাকরী প্রদান করে বৈষম্য দূরীকরণের দাবিতে মানববন্ধন করেছে-ফরিদপুর সহ পাঁচটি জেলার শ্রমিকেরা। গতকাল সোমবার সকাল ১১ টায় ফরিদপুর শহরের গোয়ালচামট বিদ্যুৎ ভবন প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন মাজেদ মল্লিক, সদস্য সচিব শাহান শেখ, ইসমাইল মাতুব্বর, শেখ মিলন, শফিকুল ইসলাম শাহীন, মো. শাওন, সিরাজ মুন্সী, ফরহাদ শিকদার প্রমুখ। মানববন্ধনে বক্তারা দীর্ঘদিন যাবত ওজোপাডিকো এর আওতাধীন লাইন সাহায্যকারী হিসেবে জনগণের সেবা প্রদান করার কথা জানিয়ে বলেন সম্প্রতি এ প্রতিষ্ঠানের জনবল নিয়োগের যে বিজ্ঞপ্তি দেয়া হয়েছে সেখানে আমাদের অভিজ্ঞতা ও অগ্রাধিকার ভিত্তিতে এই নিয়োগে চাকরি করার যোগ্যতা থাকলেও আমাদের বাদ দিয়ে অন্যদের নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চলছে। তাই অবিলম্বে উক্ত নিয়োগ সংশোধন করে শ্রমিকদের বয়স সীমা ও শিক্ষাগত যোগ্যতা শিথিল পূর্বক বিকলাঙ্গ শ্রমিকদের যোগ্যতা অনুযায়ী চাকুরীর স্থায়ীকরণ সহ মৃত্যুবরণ কারী শ্রমিকদের পরিবারের সদস্যদের যোগ্যতা অনুযায়ী চাকরি প্রদান করে বৈষম্য দূরীকরণের দাবি জানান। এ সময় মানববন্ধনে ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরিয়তপুর, গোপালগঞ্জসহ পাঁচ জেলার প্রায় দুই শতাধিক শ্রমিক অংশগ্রহণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *