ePaper

ফরিদপুরে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে কর্মশালা অনুষ্ঠিত

ব্যুরো চিফ,ফরিদপুর: ফরিদপুরে নিরাপদ খাদ্য বিষয়ে বিভিন্ন পেশাজীবী মানুষকে সচেতন করার প্রচেষ্টায় গতকাল শনিবার সকাল ১০ টায়  জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্প কর্তৃপক্ষের আয়োজনে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক  জনাব মোহাম্মদ কামরুল হাসান মোল্লা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মো. মোস্তাফিজুর রহমান, সদস্য সচিব, কৃষি, প্রানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আ.না.ম. নাজিম উদ্দিন, সদস্য (যুগ্ম সচিব) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও প্রকল্প পরিচালক, সিভিল সার্জন ডা. মো. মাহমুদুল হাসান,  সাংবাদিক সহ ফরিদপুর জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিল ফরিদপুর জেলা প্রশাসন। জনসচেতনতামূলক কর্মশালায় খাদ্য নিরাপত্তা ও খাদ্য নিরাপত্তা বিষয়ে বিভিন্ন ধরনের সমস্যা, রোগ জীবাণুর সংক্রমণ, ভেজাল মিশ্রিত হওয়ার সম্ভাবনা, রাসায়নিক ব্যবহার, সহজলভ্য রঙের অপব্যবহারসহ নানান বিষয়ে সচেতনতা বিষয়ক তথ্য উপস্থাপন করা হয়। পাশাপাশি ভেজাল খাবার পরিবেশন এর দায়ে আইনের প্রয়োগ বিষয়ে সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *