ফরিদপুরে ক্লিন সিটি-গ্রিন সিটি প্রকল্পের উদ্বোধন

সবুজ দাস, ফরিদপুর

পরিচ্ছন্ন ও সবুজ শহর গড়ার লক্ষ্য নিয়ে ফরিদপুরে শুরু হলো ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ প্রকল্প। কিউ লিপের পরিকল্পনায় এবং এইচএসএফের বাস্তবায়নে গত শনিবার সন্ধ্যায় শহরের ট্যারাকোটা রেস্তোরায় কেক কেটে এ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরিবেশবান্ধব ব্যবসা শুরু করাসহ এ প্রকল্পের আওতায় বিভিন্ন বিষিয় ফরিদপুর জেলার নতুন উদ্যোক্তাদের প্রশিক্ষণ দেয়া হবে। একই সাথে পরিবেশ আইন সম্পর্কে তরুণ প্রজন্মকে সচেতন করার লক্ষ্যে নেয়া হয়েছে বিশেষ কার্যক্রম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর পরিবেশ অধিদপ্তরের ডেপুটি ডিরেক্টর মো. সাঈদ আনোয়ার। প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘ফরিদপুরে বায়ু দূষণের মাত্রা উদ্বেগজনক হারে বাড়ছে। এ অবস্থায় আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।’ তিনি আরও বলেন, জেলার ২০০-২৫০টি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার থেকে প্রতিদিন বিপুল পরিমাণ মেডিকেল বর্জ্য উৎপন্ন হচ্ছে। এজন্য ফরিদপুরে একটি মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা প্লান্ট স্থাপনের প্রয়োজনীয়তার ওপর তিনি জোর দেন। এছাড়া, ইটভাটাগুলোতে নিয়ন্ত্রণমূলক ব্যবস্থাপনার ফলে বায়ু দূষণ অনেকটা কমে এসেছে বলেও জানান সাঈদ আনোয়ার। এ সময় উক্ত প্রকল্প বাস্তবায়নে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি। এইচএসএফের চেয়ারম্যান এম এ মুকিত উদ্বোধনী বক্তব্যে বলেন, ‘ই-বর্জ্য এখন আমাদের ভবিষ্যতের জন্য বড় হুমকি। এ বিষয়ে সময়মতো পদক্ষেপ না নিলে, পরিবেশের ক্ষতি হবে ভয়াবহ।’ কিউ লিপের সিইও জোবায়ের হোসেন বলেন, ‘আমরা চাই ফরিদপুর হোক পরিচ্ছন্ন, সবুজ ও টেকসই এক শহর। এ লক্ষ্যে আমাদের কাজ অব্যাহত থাকবে।’ পরিবেশ ও জীব বৈচিত্রের অবক্ষয়ের কথা তুলে ধরে এ সময় বাংলাদেশ সাংবাদ সংস্থা (বাসস) এর ফরিদপুর জেলা প্রতিনিধি আনিচুর রহমান বলেন, দিন দিন নিত্য নতুন কলকারাখানা ও নানা বিধও কারনে পরিবেশের বিপর্যয়ের ফলে নষ্ট হচ্ছে প্রকৃতির সৌন্দর্য। তবে প্রকৃতির এর অপার লীলাময় সৌন্দর্যকে ধরে রাখতে সমাজের সকল শ্রেণীপেশার মানুষকে সচেতনতা অবলম্বন করার আহবান জানান। একই সাথে ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ প্রকল্পে অংশগ্রহনকারনী প্রশিক্ষনার্থীরা প্রশিক্ষন শেসে পরিচ্ছন্ন ও সবুজ শহর গড়ার বিশেষ ভূমিকা পালন করবেন বলে প্রত্যাশা করেন বাংলাদেশ সাংবাদ সংস্থা (বাসস) এর ফরিদপুর জেলা প্রতিনিধি আনিচুর রহমান। অনুষ্ঠানের এইচএসএফের প্রধান নির্বাহী মো. বোরহানুল আশেকীন, অন্যতম স্পন্সর পার্টনার “এন ডি এ বাংলাদেশ” এর কমিউনিকেশন সেক্রেটারি ফাতেমা শেখ লাকি, ইভেন্ট পার্টনার নিডল ক্র্যাফট এর প্রোপ্রাইটর নারী উদ্যোক্তা লুবাবা জান্নাত সহ উদ্বোধনী অনুষ্ঠানে ফরিদপুরের তরুণ উদ্যোক্তারা অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *