ফরিদপুরে এম-ট্যাবের ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

সবুজ দাস, ফরিদপুর

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ফরিদপুরে রক্তদান কর্মসূচি, বিনামূল্যে ব্লাড গ্রুপিং ও ডায়াবেটিস পরীক্ষার করা হয়েছে। গতকাল শুক্রবার মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ এম-ট্যাব ফরিদপুর আঞ্চলিক শাখার উদ্যোগে শহরের ঝিলটুলীস্থ কার্যালয়ে এ ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়। এর উদ্বোধন করেন বিএমএ ফরিদপুর জেলা শাখার সহ-সভাপতি ও ডক্টরস অ্যাসেসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের ফরিদপুর জেলা শাখার সাবেক সদস্য সচিব অধ্যাপক ডা. মোহাম্মদ রফিকুল ইসলাম। দুপুর ১টা পর্যন্ত সেখানে রক্তদান কর্মসূচির পাশাপাশি দরিদ্র রোগীদের বিনামূল্যে ব্লাড গ্রুপিং ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়। এসময় অন্যান্যের মধ্যে এম-ট্যাবের ফরিদপুর আঞ্চলিক শাখার সভাপতি মো: আক্তার হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, সিনিয়র সহ-সভাপতি নুরুল আলম রাসেল, সহ-সভাপতি মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক মো: ইমাম হোসেন, মোহাম্মদ আসাদুল ইসলাম শান্ত, স্বরূপ মল্লিক সরোজ, সিনিয়র মেডিকেল টেকনোলজিস্টং মোফাজ্জেল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *