ePaper

ফরিদপুরে এনসিপির সিনিয়র যুগ্ম-সমন্বয়কের বাড়িতে সন্ত্রাসী হামলা

নিজস্ব প্রতিবেদক

ফরিদপুরের আলিপুর এলাকায় সিনিয়র সাংবাদিক ও এনসিপির সিনিয়র যুগ্ম সমন্বয়ক এস এম জাহিদ হোসেনের বাড়িতে এক ভয়াবহ সন্ত্রাসী ঘটনা ঘটেছে। জানা গেছে ৭ জুলাই সোমবার দিবাগত রাত পেরিয়ে ৮ জুলাই মঙ্গলবার কিছু দুস্কৃতিকারী তার নিজ বাসভবনের বাউন্ডারি দেওয়াল টোপকে কয়েকটি গ্রীলের তালা কেটে দ্বিতীয় তলায় প্রবেশ করে হত্যার উদ্দেশ্যে তাণ্ডব চালায়। স্থানীয় সূত্র এবং এস এম জাহিদ হোসেনের বক্তব্য অনুযায়ী, রাত গভীর হলে একদল দুষ্কৃতিকারী তার বাসার চার-পাঁচটি গেটের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে। তারা ধারণা করেছিল জাহিদ হোসেন ও তার ছেলে একটি নির্দিষ্ট রুমে ঘুমিয়ে আছেন। সেখানে কাউকে না পেয়ে ঐ রুমসহ অন্যান্য রুমে ব্যাপক তছনছ চালায়। এমনকি একটি রুমের লক বাহির থেকে খুলে তল্লাশি চালায়। দুষ্কৃতিকারীরা জাহিদ হোসেনের রুমের দরজা খোলার চেষ্টা করলেও ভেতর থেকে নিরাপদ লক লাগানো থাকায় তারা ব্যর্থ হয়। তার ছেলের রুমেও সিটকিনি লাগানো ছিল। পর্দার ফাঁক দিয়ে ভেতরে তাকিয়ে তারা জাহিদ হোসেনকে দেখেছিল বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সময় ভোরের আজান ও আশেপাশের মসজিদের মুসল্লিদের চলাচল শুরু হলে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায় বলে জানা গেছে। ঘুম ভেঙে জাহিদ হোসেন বাহিরে এসে দেখতে পান রুমের দরজার সামনে নতুন কাঁচি কাটার পড়ে আছে, সমস্ত গ্রিলের তালা ভাঙা, দরজাগুলো খোলা এবং ঘরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় রয়েছে। ঘটনাস্থলে দুই জোড়া স্যান্ডেলও ফেলে যায় দুস্কৃতিকারী-হামলাকারীরা। তিনি দ্রুত ফরিদপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) কে ফোনে ঘটনা জানালে এসআই আলমগীরের নেতৃত্বে একটি পুলিশ টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিদর্শন করে। তারা ঘটনাস্থলের চিত্র ধারণ করে আলামত সংগ্রহ করে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, এটি একটি সাধারণ চুরির ঘটনা নয় বরং পরিকল্পিত হত্যাচেষ্টা হতে পারে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি তবে তদন্ত চলছে। এনসিপির নেতাকর্মীদের মধ্যে ঘটনার পর থেকে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। দলীয় সূত্রে জানা যায়, এস এম জাহিদ হোসেন রাজনৈতিকভাবে সক্রিয় এবং সম্প্রতি বিভিন্ন কার্যক্রমে ব্যাপকভাবে অংশগ্রহণ করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *