ePaper

ফরিদপুরে ইউপি সচিব সমিতির নির্বাচন অনুষ্ঠিত

সবুজ দাস, ফরিদপুর

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি (ইউপি সচিব) ফরিদপুর জেলা শাখার ইউপি সচিব সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এতে ৩৭ ভোট পেয়ে আবুল কালাম আজাদ পূনরায় সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। এ ছাড়াও সাধারন সম্পাদক পদে ৩৯ ভোট পেয়ে মো. সাইফুল আলম এবং ৪৬ ভোট পেয়ে মো. রমজান খান সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। ২১ শে জুন শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ের কালেক্টর ক্লাবে এ ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। কঠোর নিরাপত্তা আর উৎসব মুখর পরিবেশে ভোটাররা তাদের ভোট প্রদান করেন। সুত্রে জানা যায়, ফরিদপুর জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রসাশনিক কর্মকর্তা (ইউপি সচিব), সমিতির ২০২৫-২৮ মেয়াদী ত্রি-বার্ষীক নির্বাচনে মোট ৮১ জন ভোটারের মধ্যে ৬৫ জন ভোটার তাদের ভোটাধীকার প্রদান করেন। নির্বাচিত কমিটি আগামী তিন বছরের জন্য দায়ীত্ব পালন করবেন। এদিকে ভোট প্রদান শেষে ফলাফল ঘোষনার পর নবনির্বাচিত কমিটিসহ প্রতিদ্বন্দী প্রার্থী ও ভোটারদের সম্মিলিত অংশগ্রহনে কালেক্টর ক্লাব এক মিলন মেলায় পরিণত হয়। এ সময় কেক কাটার পাশাপাশি ফুল দিয়ে নবনির্বাচিত কমিটিকে বরণ করে নেওয়া হয়। এ সময় সমিতির নবনির্বাচিত সভাপতি আবুল কালাম আজাদ তার প্রতিক্রিয়া ব্যাক্ত করতে গিয়ে তাকে পুনরায় সভাপতি হিসেবে নির্বাচিত করায় সমিতির সদস্যদের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়ে সংগঠনের ঐক্যতা ও সমৃদ্ধির জন্য সকলের সহযোগিতা কামনা করেন। একই সাথে সমিতির উন্নয়নে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং সংগঠনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে দিকনির্দেশনা মুলক বক্তব্য রাখেন। উল্লেখ্য, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি ফরিদপুর জেলা শাখার আওতাধীন, জেলার মোট ৮১ টি ইউনিয়ন পরিষদের প্রসাশনিক কর্মকর্তা (ইউপি সচিব) দের নিয়ে গঠন করা হয় এ কমিটি। সচিবদের স্বার্থরক্ষার পাশাপাশি তাদের দক্ষতা ও পেশাদারিত্ব উন্নয়নে কাজ করাসহ সদস্যদের মধ্যে ঐক্যতা ও সৌহার্দ্যতা বজায় রাখতে দেশের অন্যান্য জেলার ন্যায় কাজ করে আসছে সংগঠনটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *