ePaper

ফরিদপুরে আলামত হিসেবে জব্দ করা বাসে আগুন

সবুজ দাস, ফরিদপুর

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় আলামত হিসেবে পুলিশের জব্দ করা আরএসএফ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সদর উপজেলার করিমপুর হাইওয়ে থানা থেকে দেড়শ গজ দূরে রাখা জব্দকৃত ঐ বাসটিতে শনিবার রাত পৌনে ১২টার এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফরিদপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুই দফা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। জানা যায়, ঈদুল আজহার আগে ফরিদপুরের মধুখালীতে সড়ক দুর্ঘটনায় পুলিশের জব্দ করা ঐ বাসটি সড়কের পাশে দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় ছিল। সাধারণত বাসটির মালিকপক্ষের লোকজন পাহারা দিতেন। শনিবার রাতে অগ্নিকান্ডের খবরে ফরিদপুর ফায়ার সার্ভিস প্রায় ৪০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে রাত দুইটার দিকে পুনরায় বাস থেকে ধোঁয়া বের হতে দেখা গেলে আবারো ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে যান। যদিও ঐ সময় তারা কোনো আগুন দেখতে পায়নি। এ বিষয়ে ফরিদপুর ফায়ার সার্ভিসের দলনেতা সাইফুল ইসলাম পরিত্যাক্ত বাসটিতে আগুন লাগার বিষয়টি তদন্ত ছাড়া বলা সম্ভব নয় জানিয়ে ধোঁয়া বের হওয়াকে তারা স্বাভাবিক ঘটনা বলে উল্লেখ করে। ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান গণমাধ্যমে বলেন, ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা বাসের ভেতরে ঢুকে আগুন ধরিয়ে দিয়েছে। বাসটি একটি মামলার আলামত ছিল। এ ঘটনায় হাইওয়ে থানাকে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করতে হবে। করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী সাংবাদিকদের জানান, থানার পাশে রাখা জব্দ করা ঐ বাসটি সাধারণত মালিকপক্ষের লোকজন পাহারা দিতেন। তবে শনিবার দুপুর থেকে কেউ সেখানে ছিল না জানিয়ে তিনি বলেন অগ্নিকাণ্ডের পেছনে কারা জড়িত, কে বা কারা আগুন দিয়েছে, কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা জানতে তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *