ePaper

ফরিদপুরে অম্বিকা চরণ মজুমদারের জন্মবার্ষিকী পালিত

সবুজ দাস, ফরিদপুর : ফরিদপুরের সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান সরকারি রাজেন্দ্র কলেজের প্রতিষ্ঠাতা অম্বিকা চরণ মজুমদারের ১৭৫ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার সকালে অম্বিকা চরণ মজুমদারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কলেজে স্থাপিত তার মুর‌্যাল ভাস্কর্যের পাদদেশে বিজ্ঞান আন্দোলন মঞ্চের উদ্যোগে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পুষ্পমাল্য অর্পণকালে ফরিদপুরের শিক্ষা বিস্তারের ক্ষেত্রে অম্বিকাচরণ মজুমদারের অবদান অনস্বীকার্য উল্লেখ করে উপস্থিত গণ বলেন, শত বাধা ও প্রতিবন্ধকতা থাকা সত্যেও তার ঐকান্তিক প্রচেষ্টায় আজ সরকারি রাজেন্দ্র কলেজ সৃষ্টি হওয়ায় ফরিদপুরসহ বিভিন্ন জেলার শিক্ষার্থীরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের উন্নয়নে অবদান রাখছেন। তার কর্মের মধ্য দিয়ে তিনি স্মরণীয় হয়ে থাকবেন জানিয়ে বক্তারা বলেন কর্মবীর অম্বিকাচরণ মজুমদারের জীবন এখনও নতুন প্রজন্মের কাছে পাথেয় হওয়া উচিৎ। তিনি যে কার্য সম্পাদন করে গেছেন তা ফরিদপুর তথা গোটা দক্ষিণ বঙ্গের মানুষ যুগ যুগ ধরে তার সুফল ভোগ করছে। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের জেলা আহ্বায়ক সজল বাড়ৈ, অনুপম নন্দী, সদস্য বিপ্লব রায়, কলেজ শাখার সংগঠক কৌশিক অধিকারী, পান্না আকতার প্রমুখ। উল্লেখ্য, অম্বিকাচরণ মজুমদার ১৮৫১ সালে বাংলাদেশের মাদারীপুর জেলার রাজৈর থানাধীন সেনদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি একাধারে বিশিষ্ট রাজনীতিবিদ, আইনজীবী, সমাজসেবক ও গ্রন্থকার ছিলেন। ১৯১৮ সালে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ তাঁর প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয় এবং তিনি কলেজের কার্যনির্বাহী পরিষদের সভাপতি নিযুক্ত হন। তিনি ফরিদপুর জেলা বোর্ডের সদস্য ও পৌরসভার সভাপতি ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *