আল আমিন,কুষ্টিয়া
প্রযুক্তির যুগে দূরত্ব যেন আর কোনো বাধা নয়। তারই প্রমাণ মিলেছে কুষ্টিয়ার খাজানগর এলাকায়। ফেসবুকের মাধ্যমে পরিচয়, তারপর বন্ধুত্ব ও প্রেম। সেই প্রেমের টানে হাজার হাজার কিলোমিটার পাড়ি দিয়ে চীন থেকে বাংলাদেশে এসেছেন এক চীনা যুবক, শি জিং সিং। কুষ্টিয়ার খাজানগর এলাকার মেয়ে বৃষ্টি খাতুনের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয় হয় শি জিং সিং-এর। ধীরে ধীরে গড়ে ওঠে গভীর ভালোবাসার সম্পর্ক। সেই ভালোবাসাকে পরিণয় দিতে সম্প্রতি বাংলাদেশে এসে বিয়ে করেছেন বৃষ্টিকে। এখানেই শেষ নয়, প্রেমিকার পরিবারের সম্মান রক্ষার্থে এবং নিজ ইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন শি জিং সিং। ইসলাম ধর্ম গ্রহণের পর তার নতুন নাম রাখা হয়েছে সোহান মাহমুদ। ইসলামিক রীতিনীতি মেনে বৃষ্টি খাতুনের সঙ্গে বিবাহ সম্পন্ন হয়েছে তাদের। স্থানীয়রা এই ঘটনাকে ভালোবাসার অনন্য দৃষ্টান্ত হিসেবে দেখছেন। খাজানগরের মানুষও এক ভিন্নধর্মী ও আন্তসাংস্কৃতিক এই বিবাহে ব্যাপক আগ্রহ প্রকাশ করেছেন। বৃষ্টি খাতুনের পরিবার জানিয়েছে, “শি জিং সিং একজন ভদ্র ও আন্তরিক মানুষ। তিনি আমাদের সংস্কৃতি ও ধর্মকে শ্রদ্ধা করে যে সিদ্ধান্ত নিয়েছেন, তাতে আমরা অত্যন্ত খুশি।” প্রেম, পারস্পরিক শ্রদ্ধা এবং সংস্কৃতি অতিক্রম করে ভালোবাসার এই গল্প এখন শুধু খাজানগর নয়, গোটা কুষ্টিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
