ePaper

প্রশ্নগুলোর উত্তর দিতে পেরে আমি আনন্দিত : মিথিলা

বিনোদন ডেস্ক

দেশের জনপ্রিয় অভিনেত্রী ও সমাজকর্মী রাফিয়াত রশিদ মিথিলা জীবন। অভিনয়ের পাশপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব রয়েছেন। এবার এক পোস্টে উল্লেখ করেছেন, ‘প্রশ্নগুলোর উত্তর দিতে পেরে আমি আনন্দিত।’একগুচ্ছ ছবি ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন। যেখানে মিথিলাকে দেখা যায়, তার প্রিয় বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ছবি শেয়ার করে ক্যাপশনে মিথিলা লিখেছেন, ‘আমার প্রাণপ্রিয় বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরে আসতে পেরে মনটা ভরে গেল। নারী ও জেন্ডার স্টাডিজ বিভাগের ‘সুফিয়া কামাল সেমিনার সিরিজ’-এ আমার পিএইচডি গবেষণার কিছু অংশ।’‘লিঙ্গ এবং প্রারম্ভিক শৈশব শিক্ষা নিয়ে উপস্থাপন করার সুযোগ পেলাম। শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে দারুণ একটি সময় কাটল।’ প্রশ্নগুলোর উত্তর দিতে পেরে আমি আনন্দিত উল্লেখ করে তিনি আরও লিখেছেন, ‘তাদের অত্যন্ত প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর দিতে পেরে আমি আনন্দিত। সবাইকে অসংখ্য ধন্যবাদ।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *