আমিনুল হক শাহীন, চট্টগ্রাম ব্যুরো
সুস্থ দেহ, সুস্থ মন এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আগামী ২৪ জানুয়ারী পোর্ট রানাস্ ফিটনেট ফর হেলথ, চট্টগ্রামের উদ্যোগে ব্যাপক উৎসাহ ক্রীড়া উদ্দীপনার মধ্য দিয়ে পোর্ট সিটি হাফ ম্যারাথন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বন্দর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এতে দেশের বিভিন্ন জেলা থেকে বরেন্য দৌড়বিদসহ প্রায় ৪শত রানার ম্যারাথন দৌড়ে অংশ গ্রহণ করবেন। ম্যারাথন দৌড়ে অংশ গ্রহণকারীরা বন্দর স্টেডিয়াম থেকে শুরু করে ইছাহাক ডিপো আনন্দ বাজার হয়ে আউটার রিং রোড, আকমল আলী গোল চত্তর দিয়ে পুনরায় বন্দর ষ্ট্রেডিয়ামে এসে শেষ হবে। ২১ কিলোমিটার এই ম্যারাথন প্রতিযোগিতাটি সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন পোর্ট রানার্স ফিটনেস ফর হেলথ নামে ক্লাবটি। ক্লাব কর্তৃপক্ষ উক্ত অনুষ্ঠান সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন।