ePaper

পেটে অশ্লীলভাবে হাত পবন সিংয়ের, ইন্ডাস্ট্রি ছাড়লেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক

আবারও বিতর্কের শিরোনামে পবন সিং। মঞ্চে পারফরম্যান্সের মাঝেই সহ-অভিনেত্রী অঞ্জলি রাঘবের পেটে অশ্লীলভাবে হাত দেওয়ার অভিযোগ উঠল ভোজপুরী সুপারস্টারের বিরুদ্ধে।

ক্যামেরাবন্দি মুহূর্ত নেটপাড়ায় ভাইরাল হতেই বইছে নিন্দার ঝড়! নিজের কৃতকর্মের জন্যে লাগাতার সমালোচনার মুখে পড়তে হচ্ছে পবনকে। যদিও এই ঘটনার ব্যাখ্যা দিয়ে পবন জানিয়েছেন, ‘অভিনেত্রীর পেটে মাছি বসেছিল, সেটা তাড়াতে গিয়েই হাত পড়ে যায় উন্মুক্ত পেটে।’ তবে ধোপে টেকেনি পবনের যুক্তি! এবার ভোজপুরী তারকার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনে সিনেমা ইন্ডাস্ট্রি ছাড়ার ঘোষণা দিলেন অঞ্জলি রাঘব।লখনউতে পবন-অঞ্জলি তাদের নতুন গান ‘সাইয়া সেবা করে’র প্রচার করতে গিয়েছিলেন। সেখানেই লাইভ অনুষ্ঠানের মাঝে অঞ্জলির পেটে অশ্লীলভাবে হাত দেন পবন সিং। সেই ভিডিও নেটাপাড়ায় ভাইরাল।

যেখানে দেখা যায়, পবন কিছু একটা ইশারা করে বললেন অভিনেত্রীকে। যদিও অঞ্জলি তাতে প্রথমটায় পাত্তা দেননি। হাসিমুখে এড়িয়ে গিয়ে অনুষ্ঠান চালিয়ে যান। এরপরই তার পেটে হাত দেন পবন সিং। সেই ভিডিও দেখে নেটদুনিয়ায় পবনকে কটাক্ষ করা শুরু হলেও কেউ কেউ আবার পাল্টা হাসিমুখো অঞ্জলিকেও আক্রমণ করেন! তাদের দাবি, অঞ্জলি তখন প্রতিবাদ না করে হাসছিলেন কেন? এবার সেই ভুল ভাঙানোর জন্যই একটি ভিডিও পোস্ট করে নিজের মতামত ব্যক্ত করলেন ভোজপুরী অভিনেত্রী। অঞ্জলি রাঘব জানিয়েছেন, “অনেকে আমাকে ভুল ভাবছেন এই ঘটনার জন্য। দোষ না সত্ত্বেও আমাকে সমালোচনার মুখে পড়তে হচ্ছে। গত দুদিন ধরে আমি বিধ্বস্ত। লাগাতার কুরুচিকর মেসেজ পাচ্ছি। আমাকে বলা হচ্ছে, আমি নাকি প্রতিবাদ না করে বিষয়টা উপভোগ করেছি। আপনারাই বলুন, কেউ যদি জনসম্মুখে আপনাকে অশ্লীলভাবে স্পর্শ করে, তাতে কি আপনি খুশি হবেন? মজা পাবেন?”ভিডিওতে অভিনেত্রী সাফ জানান, “আমি যখন সেদিন মঞ্চে থাকা টিমকে জিজ্ঞেস করেছিলাম, সত্যিই আমার পেটে কিছু লেগেছিল কিনা? সকলেই একবাক্যে ‘না’ করেন। এই ঘটনায় আমার ভীষণ রাগ হচ্ছে। ততটাই ভেঙে পড়েছি আমি। মাঝেমধ্যে কেঁদে ফেলছি। জানি না কী করা উচিত আমার! আমি আর কোনওদিন ভোজপুরী সিনেমায় কাজ করব না।”

উল্লেখ্য, ভোজপুরী মিউজিক ভিডিওর সুবাদে অঞ্জলি রাঘবের অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। অভিনেত্রীর ভিডিও বার্তা দেখেশুনে তারা এবার হেনস্তার অভিযোগে পবন সিংয়ের কড়া শাস্তির দাবি রেখেছেন।পাশাপাশি অঞ্জলি এটাও জানান, পবন সিংয়ের পিআর টিমের ভয় দেখিয়ে তাকে চুপ থাকার পরামর্শও দেওয়া হয়েছিল। এবারই প্রথম নয়, এর আগে অশ্লীল গানের দায়ে আসানসোলে পবন সিংয়ের শো বাতিল হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *