ePaper

পেটের যে ক্ষিধা সেটা যদি মানুষের ঠিক মতো মিটে তাহলে রাজনীতিটা সুন্দর হবে

                      -পঞ্চগড়ে সারজিস আলম

ইনসান সাগরেদ পঞ্চগড় প্রতিনিধি :পঞ্চগড়ে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আমরা বিশ্বাস করি পঞ্চগড়ের উন্নয়নের ক্ষেত্রে আমাদের রাজনৈতিক সব সুহার্দোপূর্ণ সহযোগিতা সব কিছু থাকা খুবই গুরুত্বপুর্ণ। দিন শেষে যদি পঞ্চগড়ের পরিবর্তন হয়, যদি মানুষের পরিবর্তন হয়, তাহলে আমরা যারা রযেছি রাজনীতি করতে চাই, আমাদের জন্য রাজনীতি করাটা খুব সহজ হবে।

আজ শনিবার (১২এপ্রিল)সকাল ১১টায় পঞ্চগড় জেলা প্রশাসন মীরগড় ইকো পার্কে জেলা প্রশাসনের আয়োজনে দুইদিন ব্যাপী মাশরুম ও মুক্তা চাষ প্রশিক্ষনে এসে এসব কথা বলেন তিনি।

তিনি আরোও বলেন পেটের যে ক্ষিধা সেটা যদি মানুষের ঠিক ঠাক মতো মেটে তাহলে রাজনীতিটা সুন্দর হবে। পেটে ক্ষিধা রেখে সুন্দর রাজনীতি কালচার নিযে আসা সম্ভবনা খুবই ক্ষীণ ও কল্পানাতিত। সেই জায়গায় আমি জেলা প্রশাসনকে ধন্যবাদ দিবো।

জেলা প্রশাসন অনেক কাজ ব্যাপকভাব উদ্যেগ নিয়েছেন। আমরা বিশ্বাস করি পঞ্চগড়ের উন্নয়নে রাজনৈতিক ভাবে সবাই এগিয়ে আসবেন।

জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক মো.সাবেত আলীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র পল্লি উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপি’র সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম (কাচ্চু), জেলা জামায়তের আমির, মাওলানা ইকবাল হোসাইন, মাশরুম প্রশিক্ষক ড.মো.নজরুল ইসলাম, সদর উপজেলা কর্মকর্তা জাকির হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *