ePaper

পুকুরে ঘুরে বেড়াচ্ছে কুমির এলাকায় আতঙ্ক

ইয়াকুব নবী ইমন, নোয়াখালী

নোয়াখালীর হাতিয়ায় বসত বাড়ির পুকুরে একটি ভয়ংকর কুমির ঘুরে বেড়াচ্ছে। এ নিয়ে এলাকায় ব্যাপক হৈ চৈ, তোলপাড় চলছে। বিরাজ করছে আতঙ্কও। ড়শলভঠ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত কুমিরটিকে উদ্ধার করা যায় নি বলে নিশ্চিত করছেন নোয়াখালী বিভাগীয় বন কর্মকর্তা আবু ইউছুফ। এর আগে বুধবার বিকেলে উপজেলার হাতিয়া পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের চরকৈলাশ গ্রামের আমজাদ মজিদ মিয়ার বাড়ির পুকুরে কুমিরটি দেখা যায়। পুকুরের মালিক মো.মাসুদুল ইসলাম শরীফ জানান, গত চার দিন আগে রোববার বিকেলের দিকে আমাদের গ্রামের ফেরি ওয়ালাদের বাড়ির বেলালের লাড়কির ঘরে প্রথমে কুমুরটি দেখতে পায় তাদের পরিবারের সদস্যরা। ওই সময় তারা কুমুরটি হত্যা করতে চেষ্টা করে। সেখান থেকে কুমুরটি তাড়া খেয়ে পালিয়ে যায়। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে আমার স্ত্রী নাহিদা আক্তার পান্না আমাদের ঘরের পেছনের পুকুরে কুমুরটি ভাসসে দেখে। তাৎক্ষণিক এমন খবর ছড়িয়ে পড়লে হাজার হাজার মানুষ ভিড় জমায়। স্থানীয় বাসিন্দা শাহেদ উদ্দিন জানান, বুধবার সন্ধ্যা পর্যন্ত কুমুরটি পুকুরে ভাসতে দেখা যায়। কিন্ত বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত পুকুরের চারদিকে হেঁটে কুমুরটি পুকুরে দেখা যায়নি। রাতে কুমুরটি পাহারা দেওয়া হয়নি। এখন পুকুরে কুমির আছে, না চলে গেছে আমরা বিষয়টি নিশ্চিত নয়। বৃহস্পতিবার সকাল থেকে উৎসুক জনতা এখানে ভিড় জমাচ্ছে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। আতঙ্কও বিরাজ করছে এলাকায়। তবে স্থানীয়দের ধারণা এটি মিঠা পানির কুমির হতে পারে। নোয়াখালী বিভাগীয় বন কর্মকর্তা আবু ইউছুফ জানান, খবর পেয়ে হাতিয়া বন বিভাগের বিট কর্মকর্তা আরিফুল ইসলামকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এখন পুকুরে কুমিরটিকে দেখা যাচ্ছে না। তিনি পুকুর পাড়েই রয়েছেন এবং পরিস্থিতি পর্যবেক্ষন করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *