ePaper

পিসিওএস সেবামাস উপলক্ষে হামদর্দ বাংলাদেশের সচেতনতামূলক কার্যক্রম

পিকে বিশ্বাস

বিশ্বব্যাপী মেয়েদের হরমোনজনিত সমস্যা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিও জন্য প্রতিবছর সেপ্টেম্বর মাস পিসিওএস (পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম) সেবামাস হিসেবে পরিচালিত হয়। দেশের শীর্ষ ইউনানী-আয়ুর্বেদিক ও হার্বাল মেডিসিন উৎপাদনকারী এবং চিকিৎসা-শিক্ষা প্রতিষ্ঠান হামদর্দ এ উপলক্ষে সপ্তাহব্যাপি পিসিওএস সচেতনতা, সেবা ও প্রচারণা পরিচালনা করে। হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াকফ) বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া ও সিনিয়র পরিচালক মার্কেটিং এবং পরিকল্পনা ও উন্নয়ন অধ্যাপক কামরুননাহার হারুন এ কার্যক্রমের সূচনা করেন। অনুষ্ঠানে হামদর্দ এর পরিচালকবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। হামদর্দ কর্তৃক পরিচালিত পিসিওএস সচেতনতা কার্যক্রমের আওতায় বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠান, সুপার মার্কেট, পার্ক ও জনসমাগম স্থলে এ কার্যক্রম পরিচালনা করা হয়। হামদর্দ এর প্রচার গাড়ি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রীদের এ বিষয়ে তথ্যবহুল লিফলেট বিতরণ ও প্রশ্নোত্তর পর্ব আয়োজন করে। প্রচার টিমে অভিজ্ঞ হাকীম ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *