ePaper

পা দিয়ে লিখে মেধা তালিকায় থাকা মানিক হতে চান কম্পিউটার ইঞ্জিনিয়ার

রিজু সরকার, বিশেষ প্রতিনিধি

শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে পা দিয়ে লিখে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ভর্তি পরীক্ষায় বিস্ময়কর সাফল্য অর্জন করেছেন কুড়িগ্রামের শারীরিক প্রতিবন্ধী মানিক রহমান। ‘বি’ ইউনিটে অংশ নিয়ে মেধা তালিকায় ১৯২তম স্থান অর্জন করেন তিনি। পড়ালেখা শেষ করে একজন দক্ষ কম্পিউটার ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছে মানিকের। সম্প্রতি ফলাফল প্রকাশিত হলে মানিকের এই কৃতিত্বে তার পরিবার, আত্মীয়স্বজন ও এলাকাবাসী আনন্দে উচ্ছ্বাস প্রকাশ করেন। মানিক কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার চন্দ্রখানা গ্রামের বাসিন্দা। তিনি ২০২২ সালে ফুলবাড়ী জছি মিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০২৪ সালে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে এইচএসসি পাস করেন। উভয় পরীক্ষায়ই বিজ্ঞান বিভাগে তিনি গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেন। তার বাবা মিজানুর রহমান একজন ওষুধ ব্যবসায়ী এবং মা মরিয়ম বেগম একজন সহকারী অধ্যাপক। শুধু এসএসসি বা এইচএসসি নয়, মানিক তার শিক্ষা জীবনের শুরু থেকেই ছিলেন মেধাবী। পিএসসি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি সহ গোল্ডেন জিপিএ-৫ এবং জেএসসিতেও একই ফলাফল অর্জন করে সকলকে মুগ্ধ করেন। জন্ম থেকেই দুই হাত না থাকলেও মানিক হার মানেননি। ছোটবেলা থেকেই পা দিয়ে লেখার অভ্যাস গড়ে তোলেন, আর এখন তিনি মোবাইল ব্যবহার ও কম্পিউটার টাইপিংয়েও দক্ষ। তার এই প্রতিভা ও পরিশ্রমের স্বীকৃতিস্বরূপ আজ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার মাধ্যমে কম্পিউটার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন বাস্তবতার পথে এগিয়ে চলেছে। মানিক বলেন, ‘আল্লাহর রহমত, বাবা-মা ও শিক্ষকদের ভালোবাসা আর দোয়ায় আজ এই জায়গায় আসতে পেরেছি। সবাই আমার জন্য দোয়া করবেন, যেন একজন দক্ষ কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে পারি।’ মানিকের বাবা-মা বলেন, ‘শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও আমরা তাকে কখনো প্রতিবন্ধী ভাবিনি। ছোট থেকেই তাকে পা দিয়ে লেখার চর্চা করিয়েছি। তার মনোযোগ, পরিশ্রম আর আত্মবিশ্বাসই তাকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে। আমরা গর্বিত।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *