ePaper

পাবনায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের মুল্যায়ন কর্মশালা অনুষ্ঠিত

পাবনা প্রতিনিধি

বৃহত্তর পাবনার স্থানীয় প্রকৌশল অধিদফতরের আওতায় বাস্তবায়িত প্রোগ্রাম ফর সাপোটিং রুরাল ব্রিজেস শীর্ষক প্রকল্পের প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন, নোলেজ শেয়ারিং এন্ড প্রোগ্রেস রিভিউ কোর্সের কর্মশালা শেষ হয়েছে। গতকাল বুধবার এলজিইডি, পাবনার আঞ্চলিক প্রশিক্ষন কেন্দ্রে দিন ব্যাপী এ কর্মশালা চলে। সিরাজগঞ্জ ও পাবনা জেলার ১৮ টি উপজেলায় কর্মরত নির্বাহী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী, উপজেলা প্রকৌশলী ও সংশ্লিষ্ট কাজের সাথে সম্পৃক্ত ঠিকাদারসহ ৩৯ জন এ কর্মশালায় অংশ গ্রহন করেন। পাবনা তত্ত্বাবধায়ক প্রকৌশল অধিদফতর,পাবনা অঞ্চলের নির্বার্হী প্রকৌশলী শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং পাবনা স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী মনিরুল ইসলাম কোর্স কো-অডিনেটর হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষন পরিচালনা করেন। এ প্রকল্প সম্পর্কে এলজিইডির সদর দফতর, ঢাকা থেকে আগত সিনিয়র সহকারী প্রকৌশলীমো. মনিরুল ইসলাম বলেন, এ প্রকল্পে গ্রামীন ও আন্ত: সড়কে নির্মিত ব্রিজ, কাটভার্ট ক্ষতিগ্রস্থ হলে সেটা মেরামত প্রযোজনে পুন:নির্মান করা হয়ে থাকে। পাবনা জেলার নয়টি উপজেলার মধ্যে চাটমোহর, ভাঙ্গুড়া ও সাথিয়া উপজেলাতে প্রায় সাত কোটি টাকার কাজ চলমান রয়েছে। সিরাজগঞ্জ জেলার পাচটি উপজেলাতে প্রায় ৫০ কোটি টাকার কাজ এ প্রকল্পের মাধ্যমে চলমান রয়েছে। এ প্রকল্পের কাজ বাস্তবায়নের ক্ষেত্রে কোন প্রতিবন্ধকতা বা কোন জটিলতা আছে কিনা সে বিষয়ে এ কর্মশালা থেকে দিক নির্দেশনা ও প্রতিবন্ধকতা নিরসনের উপায় চিহ্নিন্ত করা হয়ে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *