পাবনা জেলা প্রতিনিধি
শিশু শ্রম নিরসন ও পাবনা জেলায় কর্মরত বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ হয়েছে কিনা এবং কোন শিল্প প্রতিষ্ঠানে অসন্তোষ আছে কিনা সেটা খতিয়ে দেখার জন্য পাবনা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের উপ মহাপরিদর্শককে দ্বায়িত্ব দেয়া হয়েছে। গতকাল সোমবার সকালে পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মফিজুল ইসলামের সভাপতিত্বে শ্রম ক্রাসিস প্রতিরোধ কমিটি ও জেলা শিশু শ্রম পরিবীক্ষন এর ২৩তম সভা অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য সচিব শেখ আসাদুজ্জামান জানান, পাবনা জেলাতে কোন প্রতিষ্ঠানে শ্রমিক অসন্তোষ নাই। তাদের বেতন ভাতা মালিক পক্ষ পরিশোধ করেছে কিনা সেটা খতিয়ে দেখার জন্য সদস্য সচিবকে দ্বায়িত্ব দেয়া হয়। জনাব জামান আরো জানান, জেলাতে মোট ১৫৩ টি নিবন্ধিত ওয়েলডিং ও ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ রয়েছে। সেখান থেকে ০৯ জন শিশুশ্রমিককে সনাক্ত করে তাদের শ্রম বিক্রি থেকে বিরত রাখা হয়েছ্ েএদের পুর্নবাসন না করা গেলে তারা পুনরায় অন্য কোথাও শ্রম বিক্রিতে নিয়োজিত হতে পারে। বিষয়টির উপর জোর গুরুত্ব আরোপ করার জন্য সভায় মতামত প্রকাশ করা হয়। স্থানীয় পত্রিকায় বিঞ্জাপন প্রচারের মাধ্যমে জেলার শিল্প প্রতিষ্ঠানের মালিক পক্ষকে অবহিত করার ফলে শিশুশ্রম ও শ্রম ক্রািিসস বহুলাংশে নিরসন হতে পারে।