ePaper

পাকিস্তানকে বিধ্বস্ত করে সিরিজ জিতল নিউ জিল্যান্ড

 ক্রীড়া ডেস্ক

বলা হয়ে থাকে পাকিস্তান দল পাকিস্তান দল বড্ড ‘অঅনুমেয়’। সে কথাটার প্রমাণ আরেকবার মিলল। আগের ম্যাচেই ৯ উইকেটের অসাধারণ জয় পেয়েছিল পাকিস্তান। টিকে ছিল সিরিজে।

তবে রবিবার (২৩ মার্চ) দেখা মিলল এক ভিন্ন পাকিস্তানের। স্বাগতিক নিউজিল্যান্ডের দেওয়া ২২১ রানের চ্যালেঞ্জ তারা করতে নেমে মাত্র ১৬.২ ওভার ব্যাটিং করে ১০৫ রানে অলআউট হয়ে যায় সালমান আলী আগার দল। হারে ১১৫ রানের বিশাল ব্যবধানে। এক ম্যাচ বাকি থাক্তেই ৩-১ ব্যবধানে সিরিজ হেরে গেল পাকিস্তান।

গত ম্যাচের মত টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান। কিউইদের ইনিংস শুরু হয় দুর্দান্তভাবে, অ্যালেন ফিন এবং টিম সিফার্ট পাওয়ারপ্লেতে বিধ্বংসী হয়ে উঠেন। অ্যালেন বিস্ফোরক ব্যাটিংয়ে মাত্র ২০ বলে ৫০ রান করেন। যার মধ্যে ছিল ৬টি চার এবং ৩টি ছক্কা। সিফার্ট ২২ বলে ৪৪ রান করে তাকে সহযোগিতা করেন।

এই দুজন সাজঘরে ফেরার পরও মার্ক চ্যাপম্যান ১৬ বলে ২৪ এবং ড্যারেল মিচেল ২৩ বলে ২৯ ইনিংস খেলে রানের চাকা সচল রাখেন। মাঝের ওভারগুলোতে পাকিস্তান খেলায় ফিরে আসে। তবে মাইকেল ব্রেসওয়েল শেষের দিকে বিদ্যুৎ গতিতে ৫টি চার ও ২টি ছক্কায় ২৬ বলে করেন ৪৬ রান। শেষ পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ২২০ রান।

হারিস রাউফ ২৭ রানে ৩ উইকেট নেন। আবরার আহমেদের শিকার ৪১ রানে ২ উইকেট।

পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান ইনিংসের শুরু থেকেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে। আগের ম্যাচে পাকিস্তানের জার্সিতে দ্রুততম সেঞ্চুরি করা হাসান নাওয়াজ মাত্র ১ রানে ফিরেন। দলের মাত্র ৯ রানের মধ্যে শীর্ষ ৩ ব্যাটসম্যানকে হারায় সফরকারীরা। মাঝে কিছুটা লড়াই চালিয়েছেন ইরফান খান। এক প্রান্ত আগলে রেখে খেলতে থাকেন তিনি। তবে আরেক প্রান্তে কোন ব্যাটসম্যানই তাকে সহযোগিতা করতে পারেনি।

মাত্র ১ রান করে বিদায় নেন শাদাব খান। ইরফান আউট হন ১৬ বলে ২৪ রান করে। পাওয়ারপ্লের ৬ ওভারের মধ্যে ৫ উইকেট হারিয়ে ফেলে সফরকারীরা। রান আসে মাত্র ৪২। এরপর হতাশ করেছেন খুশদিল শাহও। ৭ বলে ৬ রান করে আউট হয়েছেন এই অলরাউন্ডার।

শেষ দিকে এক প্রান্ত ধরে খেলেছেন আবদুল সামাদ। তার লড়াকু ব্যাটিংয়ের সুবাদে দলের হারের ব্যবধান কিছুটা কমেছে। ৩০ বলে ৪৪ রানের ইনিংস খেলা সামাদ শেষ ব্যাটার হিসেবে আউট হয়েছেন দলীয় ১০৫ রানের মাথায়। নিউজিল্যান্ডের হয়ে ৪ উইকেট শিকার করেছেন জ্যাকব ডাফি। ৩ উইকেট নেন জ্যাকারী ফুল্কস।

বুধবার (২৬ মার্চ) সিরিজের শেষ ম্যাচটি এখন কেবলই নিয়ম রক্ষার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *