রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর পাংশায় দ্রুত গতির ট্রাক চাপায় রবিউল ইসলাম (৪০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। তিনি কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের ঘাটরা গ্রামের তবজেল হোসেনের ছেলে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে বালিয়াকান্দি-পাংশা সড়কের বাগদুলী বাজার এলাকার উপস্বাস্থ্য কেন্দ্রের সামনে এ দুঘর্টনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পাংশার দিক থেকে মোটরসাইকেল আরোহী মৃগীর দিকে যাওয়ার সময় পাংশাগামী একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক রবিউল ইসলামের মৃত্যু হয়। তবে দ্রুত গতির ট্রাকটি পালিয়ে যায়। পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
