সুলতান মাহমুদ, জয়পুরহাট
জয়পুরহাটের পাঁচবিবিতে কণ্ঠশিল্পী আসিফ আকবর ফাউন্ডেশন এর সহযোগিতায় শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল রোববার বিকেল ৪ টায় পৌর পার্কে ৭ শত শীতার্থদের মাঝে এম আই মিঠু (ভাস্কর্য ও সঙ্গীতশিল্পী’র উদ্যোগে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন। বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক মাসুদ রানা প্রধান। এছাড়া উপস্থিত ছিলেন, থানা বিএনপি’র সভাপতি সাইফুল ইসলাম ডালিম, সাবেক সভাপতি জহুরুল আলম তালুকদার রুকু, পাঁচবিবি লালবিহার পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক প্রদিপ কুমার, সাবেক থানা ছাত্রদলের সভাপতি, জনাবুর রহমান জনি ও আবু তাহেরসহ অনেকেই। উক্ত বিতরণী অনুষ্ঠানে উদ্যোক্তা এম আই মিঠু বলেন, পৌর এলাকাযর অসহায় শীতার্তদের কথা বিবেচনা করে এসব বস্ত্র বিতরণ করা হয়েছে, আগামীতে কণ্ঠশিল্পী আসিফ আকবর ফাউন্ডেশন এভাবেই অসহায়দের পাশে থাকবে বলে প্রতিশ্রুতি দেন তিনি।