পহেলা বৈশাখকে কেন্দ্র করে আকাশচুম্বী ইলিশের দাম

সৌমিত্র সুমন, কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : বাঙালির অন্যতম উৎসব পহেলা বৈশাখ। আর এ উৎসবের অন্যতম আকর্ষণ পান্তা-ইলিশ। তাই এ উৎসবকে পুঁজি করে বেড়েছে ইলিশ সহ সব ধরনের মাছের দাম। ইলিশের দাম আকাশচুম্বী।

দেশের বৃহৎ পটুয়াখালীর পাইকারি মাছ বাজার মহিপুর ও আলীপুরে ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২২শ’ থেকে ২৫শ’ টাকা কেজি দরে। ৭শ’ থেকে ৯শ’ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ১৬শ’ থেকে ১৮শ’ টাকা কেজি দরে। ৫ শ’ থেকে ৭ শ’ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার থেকে ১২ শ’ টাকা কেজি দরে। আর ছোট ইলিশ বিক্রি হচ্ছে ৬শ’ থেকে ৮ শ’ টাকা কেজি দরে। হঠাৎ ইলিশের দাম আকাশচুম্বী হওয়ায় বাজারে আসা ক্রেতাদের চোখে মুখে লক্ষ্য করা গেছে বিরক্তির ছাপ। ক্রেতা আ: রহিম মিয়া বলেন, ইলিশ মাছ কিনতে এসে দেখি ইলিশের দাম চড়া, এখন আর কি করার দাম অনুযায়ী টাকা নাথাকায় অন্য মাছ কিনে নিতে হল। এবার ইলিশ পান্তা আর খাওয়া হলনা। মহিপুর হালাদার মৎস্য আড়ৎ মালিক মো: জলিল হাওলাদার বলেন, সাগরে মাছ নেই, পহেলা বৈশাখ উপলক্ষে সারাদেশে ইলিশের বেশ চাহিদা, মাছ চাহিদা অনুযায়ী না থাকায় ইলিশের দাম সাবাবিকের তুলনায় অনেকটা বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *