ePaper

পলাশবাড়ীতে বীজ সংরক্ষণ ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত

সিরাজুল ইসলাম শেখ গাইবান্ধাঃ

গাইবান্ধা জেলা পলাশবাড়ী পৌরসভার সিধনগ্রামে ২০২৪/২৫ অর্থ বছরে তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় একক প্রদর্শনী বীজ সংরক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১২ এপ্রিল শনিবার বিকেল পৌরসভার সিধন গ্রামে গনি মিয়ার বাড়িতে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি অফিসার ফাতেমা কাউসার মিশুর সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা স্বর্না সাহা টুসির সঞ্চলনায় এ সভা অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঢাকা খামারবাড়ি প্রকল্প পরিচালক কৃষিবিদ জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ প্রকল্প পরিচালক আব্দুল্লাহ আল মামুন, আরও উপস্থিত ছিলেন রংপুর অঞ্চলের মনিটরিং অফিসার জাহাঙ্গীর আলম, পৌরসভা ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা শারমিলা শারমিন, কাউন্সিলর আজাদুল ইসলাম, কৃষাণী পারভিন আক্তার, জেলা উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষক কৃষাণীসহ আরও অনেকে।

এসময় বক্তারা জাত বারি সরিষা ১৪ বীজ সংরক্ষণ ও পরামর্শ প্রদান করা করেন। এবং কৃষাণী পারভিন আক্তার কি ভাবে সংরক্ষণ করেছেন তা পরিদর্শন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *