সাহেদ চৌধুরী, ফেনী প্রতিনিধি
ফেনীর পরশুরাম ও ফুলগাজিতে টেকসই বাঁধ নির্মাণ সহ ৮দফা দাবিতে পানি উন্নয়ন বোর্ড ফেনী অভিমুখী পদযাত্রা সম্পন্ন হয়েছে। গতকাল সকাল ১১ টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ছয় উপজেলার হাজারখানেক স্বেচ্ছাসেবী, সাধারণ মানুষের উপস্থিতিতে সংক্ষিপ্ত সমাবেশে সংহতি প্রকাশ করেন বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক ও কমিউনিটির প্রতিনিধিরা। ওসমাণ গণি রাসেল-নিশাদ আদনানের পরিচালনায় এতে বক্তব্য রাখেন মুফতি আব্দুল হান্নান, আবু তালেব রিপন, আব্দুর রহিম ফরহাদ, জাহিদুল ইসলাম, আজিজ উল্লাহ আহমদি, নূর নবী হাসান, খন্দকার সুমন ও অন্যান্যরা। কার্যক্রমের শুরুতেই মাইলস্টোন ট্যাজেডিতে শহীদ ও আহতদের স্মরণে এক মিনিট নীরবতা ও দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল ফাত্তাহ। পদযাত্রাটি ফেনী শহীদ মিনার থেকে পায়ে হেঁটে পাউবো অভিমুখে গিয়ে শেষ হয়। কর্মসূচীর আয়োজকরা এ সময় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদেরকে তাদের দাবি পেশ করেন। পাউবো কর্মকর্তারা দাবিদাওয়া মানার আশ্বাস দিয়ে পদযাত্রা শেষ করার আহবান জানান। এরপর আয়োজকদের একটি প্রতিনিধি দল ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ে বাঁধ সংরক্ষণ, মেরামত ও জলাবদ্ধতা দূরীকরণে অবহিতকরণ সভায় অংশগ্রহণ করেন। পদযাত্রায় বক্তারা তাদের দাবিদাওয়া মেনে না হলে ভবিষ্যতে আরো কঠোর কর্মসূচীর হুশিয়ারী দেন। কর্মসূচীর পক্ষ থেকে ফেনী প্রবাসী উদ্যোগের জিয়াউল হক, নাজিম উদ্দিন, স্বেচ্ছাসেবী সংগঠক নুর করিম মুন্না, সাইদুল তানজীল, মো. পিয়াস, মোজাম্মেল মিঠু, শাহাদাত সহ উপস্থিত সবার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করা হয়। পুলিশ প্রশাসন, জেলা প্রশাসনকে সহযোগিতার জন্য ধন্যবাদ জানানো হয়।
