ePaper

পপকর্ন রেডি রাখুন, আমি ফিরছি : শাহরুখ খান

বিনোদন ডেস্ক

৭১তম ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার সম্মানে ভূষিত হয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান। দীর্ঘ ৩৩ বছরের ক্যারিয়ারে এই প্রথম জাতীয় স্বীকৃতি পেলেন তিনি। ‘জওয়ান’ ছবিতে তার অভিনয়ের জন্য এই পুরস্কার পেয়েছেন কিং খান। আর এই সম্মান পেয়ে আবেগে ভাসলেন শাহরুখ। পুরস্কার ঘোষণার পর থেকেই শাহরুখের ওপর বয়ে যায় শুভেচ্ছার ঢল। সেই উচ্ছ্বাসে সাড়া দিয়ে একটি ভিডিও বার্তায় সকলের সামনে এলেন কিং খান নিজেই। দেখা যায়, চিকিৎসাধীন অবস্থায় শাহরুখের হাতে ও কোমরে সাপোর্ট বেল্ট। তবুও মুখে হাসি, কৃতজ্ঞতা। ভিডিওবার্তায় শাহরুখ বলেন, ‘জাতীয় পুরস্কার এমন একটি প্রাপ্তি, যা সারা জীবন গর্বের বিষয় হয়ে থাকবে আমার কাছে। এটা কেবল স্বীকৃতি নয়, বরং বড় এক দায়িত্ব। অভিনয় আমার কাছে শুধু কাজ নয়, সত্যের প্রতিফলন তুলে ধরার দায়িত্ব।’ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের, জুরি বোর্ড এবং পরিচালকদের- বিশেষ করে অ্যাটলি ও ‘জওয়ান’ টিমকে বিশেষভাবে ধন্যবাদ জানান শাহরুখ। বলেন, ‘এই সিনেমাই তাকে নতুন করে নিজেকে প্রমাণের সুযোগ দিয়েছে। একই সঙ্গে টিম মেম্বার, স্টাইলিস্ট, সহকর্মী— সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।’ পরিবারের কথাও উঠে আসে বাদশার কণ্ঠে। স্ত্রী গৌরী এবং সন্তানদের প্রসঙ্গে বলেন, ‘শেষ চার বছরে ওরা আমায় যতটা ভালোবাসা আর সাহস দিয়েছে, তাতে আমি নিজেকে ঘরের সবচেয়ে ছোট সদস্য বলে মনে করি।’

সবশেষে ভক্তদের উদ্দেশে শাহরুখ বলেন, ‘এই পুরস্কার আপনাদের জন্য। আপনাদের ভালোবাসাই আমাকে এতদূর এনেছে। এখন হাত পুরোপুরি খোলা নেই, তাই জড়িয়ে ধরা যাচ্ছে না… তবে চিন্তা নেই, পপকর্ন রেডি রাখুন… আমি ফিরছি, থিয়েটারে। ততক্ষণ এক হাতেই চালিয়ে নিই!’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *