সৌমিত্র সুমন (পটুয়াখালী) কলাপাড়া
কলাপড়ায় রঙ, উচ্ছ্বাস ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পটুয়াখালীতে উদযাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব হলি। গতকাল শুক্রবার সকাল থেকেই উপজেলার বিভিন্ন হিন্দু পল্লী ও মন্দির প্রাঙ্গণে শুরু হয় এ উৎসব। ঢাকের বাদ্য, উলুধ্বনি এবং ভক্তিমূলক সংগীতে মুখরিত হয়ে ওঠে মন্দির এলাকা। ধর্মীয় রীতি অনুযায়ী, সনাতন ধর্মাবলম্বীরা একে অপরকে রঙ ছিটিয়ে শুভেচ্ছা জানান এবং আনন্দ ভাগ করে নেন। ছোট-বড় সবাই রঙের খেলায় মেতে ওঠেন, সৃষ্টি হয় এক আনন্দঘন পরিবেশ। বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী, ফাল্গুনী পূর্ণিমা বা দোলপূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির বা গুলাল নিয়ে রাধা ও গোপীদের সঙ্গে রঙ খেলায় মেতেছিলেন। সেই ঐতিহ্যের ধারাবাহিকতায় সনাতন ধর্মাবলম্বীরা প্রতি বছর এই দিনে ‘দোলযাত্রা’ বা হলি উৎসব উদযাপন করেন। কলাপাড়ার বিভিন্ন মন্দির ও হিন্দুপাড়ায় দিনভর চলবে এ উৎসব, যা পরিণত হয়েছে সম্প্রীতির এক মিলনমেলায়।