ePaper

পটুয়াখালীতে ভূমিদস্যু নাসির মৃধার অত্যাচার থেকে বাঁচতে সংবাদ সম্মেলন

কাজী মামুন, পটুয়াখালী

পটুয়াখালীতে নাসির মৃধার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন মো. সুলতান মোল্লা ও তার পরিবার। পটুয়াখালী জেলা রিপোর্টাস ক্লাবে সন্ধ্যা ৭টার দিকে এ সংবাদ সম্মেলনের অয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলনে তিন পাতার লিখিত বক্তব্য তুলে ধরেন ভোক্তভোগী সুলতান মোল্লার হয়ে তার চাচা মো. ইয়াসিন মোল্লা। এ সময় তাদের সাথে স্থানীয় পাড়া প্রতিবেশিসহ সুলতান মোল্লার মা উপস্থিত ছিলেন। জীবনের নিরাপত্তা চেয়ে পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠি ইউপির তেলিখালী তিন নং ওয়ার্ডের বাসিন্দা মো. সুলতান মোল্লা। পিতা মৃত ইয়াসিন মোল্লা ও তার পরিবার সর্বোচ্চ আইনি সহায়তা কামনা করছেন। সংবাদ সম্মেলনে আগত স্থানীয়রা জানান, খুন ও মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামী নাসির মৃধার অত্যাচারে অতিষ্ঠ্য সাধরণ মানুষ। নতুন করে আবার শুরু হয়েছে ফসলী জমি, ঘের ও পুকুর দখল করা। আমদের সব সময় তার অত্যাচারের ভয়ে থাকতে হতো, কোন কিছু তার মতের বিরুদ্ধে গেলে তাকে হতে হয়েছে গ্রাম ছাড়া অথবা মিথ্যা মামলার অসামী হয়ে যেতে হয়েছে জেলে। তার জন্য আমরা এতোদিন কিছু বলতে পারি নাই। আমরা চাই বর্তমান সময়ে দেশের আইন ব্যাবস্থা ভালো এ সময়ে এদের বিরুদ্ধে প্রতিবাদ দরকার। সংবাদ সম্মেলনে সাংবাদিকরা ভোক্তভোগীদের কাছে উক্ত বিরোধ কৃত জমির মালিকানা কাগজ এবং নাসির মৃধার বিরোধ্যে মাদক ও খুনের মামলার যে অভিযোগ করা হয় তার কোন দালিক প্রমাণ রয়েছে কিনা জানতে চাইলে সুলতান মৃধা বলেন, বিরোধকৃত জমির মালিকানা কাগজ আমাদের বৈধ এবং আমরা উক্ত জমি দীর্ঘদিন ভোগ দখল করে আসছি যার রেজিষ্টারি দলিল রয়েছে এবং খুন, মাদক, জমি ও সরকারি খাল জবর দখল, শিক্ষা প্রতিষ্ঠানে হামলা সহ একাধিক অভিযোগ রয়েছে যা আইন শৃঙ্খলাবাহীনি ভালো করে তদন্ত করলে সব উঠে আসবে বলে তিনি দাবি করেন। এ সময়ে সুলতান মোল্লার মা জানান, তার স্বামির রেখে যাওয়া চাষের ফসলী জমি টুকু সরকার বাহাদুর ও প্রাশসনের কর্তা ব্যাক্তিরা ঐ ভূমিদস্যুর হাত থেকে রক্ষকরে আমাকে ফিরিয়ে এনেদেন এবং আমার সন্তানদের ওর হাত থেকে রক্ষা করেন। নাসির মৃধা প্রতি রাতে আমাদের হুমকি দেয় প্রাণে মেরে ফেলবে ওর হাত থেকে আমাদের রক্ষা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *