ePaper

পটুয়াখালীতে দুর্ধর্ষ চুরি প্রতিবেশীদের বিরুদ্ধে অভিযোগ

সৌমিত্র সুমন, (পটুয়াখালী) কলাপাড়া

পটুয়াখালীর কলাপাড়ায় এক বসতবাড়িতে দুর্ধর্ষ চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় সালমা বেগম (৫০) নামে এক নারী আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল সোমবার দিবাগত রাতে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর গ্রামে আইয়ুব আলী ফরাজীর বাড়িতে এ চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগীদের অভিযোগ, রাতে পরিবারের সদস্যরা খাবার শেষে ঘুমিয়ে পড়েন। বাড়িতে কোনো পুরুষ সদস্য না থাকায় সুযোগ বুঝে প্রতিবেশী একই বাড়ির জাফর হাওলাদার, আবু হাওলাদার, মিজান হাওলাদার, সুমন হাওলাদার, রফিক হাওলাদার ও কাওছার হাওলাদার টিনের বেড়া কেটে ঘরে প্রবেশ করে। পরিবারের সদস্যদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে তারা ১ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট করে। এসময় বাধা দিতে গেলে সালমা বেগমকে মারধর করা হয়। তাদের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। সালমা বেগম জানান, অভিযুক্তরা মুখোশ পরলেও তাদের কথা ও আচরণে তিনি তাদের চিনতে পারেন। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *