ePaper

পটুয়াখালীতে চিকিৎসার লক্ষ্যে সাপের এক্সরে

সৌমিত্র সুমন(পটুয়াখালী) কলাপাড়া

পটুয়াখালীর কলাপাড়ায় আঘাতপ্রাপ্ত একটি মৃদু বিষধর কাল সাগিনী সাপ উদ্ধারের পর উন্নত চিকিৎসার লক্ষ্যে ভেটেনারি সার্জনের পরামর্শে এক্সরে করেছে এনিমেল লাভারস অফ পটুয়াখালীর সদস্যরা। গতকাল রাত দশটায় পৌর শকরের একটি বেসরকারী ক্লিনিকে সাপটিকে নিয়ে আসা হয়। পরে এক্সরে করে জানা যায় সাপটির মাঝ বরাবরের হাড়ে ফাঁটল ধরেছে। এর আগে সকালে পার্শ্ববর্তী আমতলী উপজেলার পূজাখোলা দফাদার বাড়ি সংলগ্ন এলাকা থেকে সাপটিকে লাঠি দিয়ে পেটানো অবস্থায় গ্রামবাসীদের হাত থেকে রক্ষা করে এনিমেল লাভারস অফ পটুয়াখালীর সদস্যরা। প্রথমবারের মতো সাপের এক্সরে করা দেখে অনেকে হতবাগ বনে গেলেও বন্যপ্রানী রক্ষার কাজকে স্বাদুবাদ জানিয়েছে সচেতন মহল। সবুজ এবং লাল ও কালো রঙের ডোরাকাটা প্রাপ্ত বয়স্ক এ সাপটির দৈর্ঘ্য প্রায় ৩ ফুট। এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার বায়জিদ আহসান বলেন, কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদিক মহোদয়ের সহায়তায় আহত সাপটির এক্সরে করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে সাপটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার ভেটেনারী সার্জনের কাছে পাঠানো হবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *