ePaper

পঞ্চগড়ে বিএমকে এস.সি আয়োজনে ক্রেস্ট ও পুরস্কার প্রদান

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: portrait;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 40;

ইনসান সাগরেদ, পঞ্চগড়

পঞ্চগড় সদর উপজেলা ১০ নং গড়িনাবাড়ি ইউনিয়ন গোয়াল পাড়া মোড় ফুটকিবারি বিউটিফুল মাইন্ড কিন্ডার গার্ডেন স্কুল এন্ড কলেজের ব্যবস্থাপনায় কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও নবীনবরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির পরিচালনা পরিষদ সদস্য মো. বদিউজ্জামান। ঈদের তৃতীয় দিন বুধবার বিকেলে জমকালো আয়োজনে অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নৃত্য পরিবেশন করেন। অনুষ্ঠান টি তে ব্যাপক উপস্থিতি ছিলো। উপভোগ করেন এলাকাবাসি। সঞ্চালনায় ছিলেন বিউটিফুল মাইন্ড কিন্ডারগার্ডেন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ /প্রধান শিক্ষক মো. জামাল উদ্দিন। শিক্ষা প্রতিষ্ঠানটি তে নতুন শিক্ষার্থীদের বরণ ও কৃতি মেধাবীদের মধ্যে ৩৭ জন ছাত্র-ছাত্রীকে বিভিন্ন ক্যাটাগরিতে ক্রেস্ট -পুরস্কার বিতরণ করা হয়। এলাকাবাসীর উপস্থিতি এক মিলন মেলায় পরিনত হয়। জেলা শহর থেকে একটু দুরে নিরিবিলি মনোরম পরিবেশে এই শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়। এবং কি ছাত্র-ছাত্রীদের গুরুত্ব সহকারে পড়ানো হয়। প্রতিষ্ঠানটির চারিপাশে সিসি ক্যামেরা স্থাপনের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *