নিজস্ব প্রতিবেদক
ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স পিএলসির পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদের জন্য ঘোষিত লভ্যাংশে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির গত ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে ১০ শতাংশ নগদ লভ্যাংশের পরিবর্তে ১০ শতাংশ স্টক লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর মাধ্যমে কোম্পানির টায়ার-১ মূলধন শক্তিশালী করা এবং ব্যবসায়িক কার্যক্রমে পুনঃবিনিয়োগ অব্যাহত রাখা হবে।
সোমবার (১ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানিয়েছে এনবিএফআইটি। রোববার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।কোম্পানি সূত্রে জানা যায়, প্রথমে তারা বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে, তাতে সম্মতির জন্য বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন জানায়। বাংলাদেশ ব্যাংক ওই নগদ লভ্যাংশে সম্মতি না দিয়ে ১০ শতাংশ স্টক লভ্যাংশ দিতে সম্মতি দিয়েছে। সেই অনুযায়ী কোম্পানির পর্ষদ ১০ শতাংশ নগদের পরিবর্তে ১০ শতাংশ স্টক লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এখন এই লভ্যাংশ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন চাইবে কোম্পানিটি। এদিকে ঘোষিত এই লভ্যাংশ এবং চলতি বছরের অন্যান্য এজেন্ডাসমূহে বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ২১ সেপ্টেম্বর বেলা ১২টায় ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে তারা। এ সংক্রান্ত রেকর্ড ছিল গত ৩০ জুলাই। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা হয়েছিল ১ টাকা ৩ পয়সা। অর্থাৎ কোম্পানিটির ব্যবসা সংকুচিত হচ্ছে। কোম্পানির নগদ পরিচালন সক্ষমতা ঋণাত্মক হয়ে পড়েছে। গত ৩১ ডিসেম্বর শেষে শেয়ারপ্রতি নগদ পরিচালন প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ঋণাত্মক ২১ টাকা ৬৭ পয়সা। আগের বছর শেষে যা ছিল ধনাত্মক ২৫ টাকা ২০ পয়সা।
