মাকসুদ আলম (নোয়াখালী) সোনাইমুড়ী
ঢাকাস্হ ১২২ বৎসর আগে স্থাপিত নোয়াখালী জেলা সমিতির নির্বাচনে নবনির্বাচিত সভাপতি এম এ খান বেলাল, (কর্ণরদার সম্রাট গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ) সাধারণ সম্পাদক মো. আবদুল মাসুদ দুলাল, (সাবেক ডিআইজি ঢাকা) সহ সকল নির্বাচিত সদস্যদের নোয়াখালী বাসির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সোনাইমুড়ি দলিল লেখক সমিতির সভাপতি মাকসুদ আলম মেম্বার সহ এলাকার আপামার জনগণ, নেতৃবিন্দকে ফুলের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আশা করি নবনির্বাচিত নেতৃত্ব আগামী দিনে নোয়াখালী সমিতির উত্তরোত্তর সার্বিক উন্নয়নের পাশাপাশি নোয়াখালীবাসীর জীবন মান উন্নযনে তাঁরা কাজ করবেন। খুশির বিষয় হলো দেশের ধনী জেলার তালিকার মধ্যে আমাদের নোয়াখালী ইতিমধ্যে নিজের আসনে স্থান করে নিয়েছে। তাতে আমরা গর্বিত বটে। কিন্তু এটাও ভাবতে হবে নোয়াখালী কেবল অর্থনৈতিকভাবে ধনী জেলার তালিকা ভূক্ত হলে হবেনা মনের দিক থেকেও ধনী হতে হবে। তাই আমাদের নোয়াখালীর সর্বস্তরের জনগনের দলমতের উর্ধ্বে প্রত্যাশা শিক্ষা দীক্ষা জ্ঞান বিজ্ঞানে উন্নয়ন ও দারীদ্রতা বিমোচনে আগামী নোয়াখালী হোক দেশের স্বয়ংসম্পূর্ণ স্বনির্ভর উন্নত আধুনিক ও আদর্শ নোয়াখালী। একটি উন্নত আধুনিক আদর্শ জেলা গঠনে বর্তমানে আমাদের জনবল কাঠামোয় সৌভাগ্যবান অনেক অর্থবিত্তের মালিক ধনবান শিল্পপতি ব্যবসায়ী মহলের সমাবেশ এই জেলায় পরিলক্ষিত হলেও জেলায় ধনী গরীবের ব্যবধানে অনেক ক্ষেত্রেই আকাশ পাতাল পার্থক্য বিরাজমান। এই জেলা একদিকে যেমন সৌভাগ্যবান ধনবান ব্যক্তিদের ঠিকানা তেমনি ব্যপক গৃহহীন অসহায় গরীবের আবাসস্থল ও রয়েছে, জেলার অন্যতম শহর গুলোয় রেললাইন ষ্টেশান ফুটপাত বাসস্ট্যান্ড বস্থিগুলো লক্ষ্য করলে যাদের দেখা মিলে। তাই আপনাদের প্রতিশ্রুতি অনুযায়ী সর্বপ্রথম নোয়াখালী কে বিভাগের আওতায় আনা নোয়াখালীতে বিমানবন্দর স্থাপন আপনাদের হাত ধরেই হবে আশা রাখি, স্থানীয় পর্যায়ে ও প্রশাসনিক বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতা নিয়ে এটা বাস্তবায়ন হবে আমাদের জন্য মাইলফলক। তাই আজ নোয়াখালী জেলা সমিতির নবনির্বাচিত সৌভাগ্যবান নেতৃবিন্দের নিকট আমাদের অনুরোধ আসুন আমরা সবাই মিলে একবার মানবিক দৃষ্টি মেলে তাকাই। আসুন সবাই মিলে নোয়াখালীকে দারীদ্রতা ও অসহায় গরিব পরিবারদের কে সচ্ছলতায় আনার চেষ্টা করি, তবেই মোরা আগামী দিনে একটি আদর্শ ধনবান জেলার গর্বিত ইতিহাস বলতে ও লিখতে পারবো ইনশাআল্লাহ।
