ইয়াকুব নবী ইমন, নোয়াখালী
নোয়াখালীর বেগমগঞ্জে দূর্ঘটনায় সজিব(৪৫) নামের এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার রাতে চৌমুহনী-মাইজদী সড়কের জয়নুল আবদীন মেমোরিয়াল একাডেমি স্কুলের সামনের সড়কে এ দূর্ঘটনা ঘটে। নিহত সজিব উপজেলার দরবেশপুর কাবিল ব্যাপারী বাড়ির রফিক মিয়ার ছেলে। স্থানীয়রা জানায়, সজিব মোটর সাইকেল যোগে চৌমুহনী থেকে মাইজদীর দিকে যাচ্ছিলেন। ঘটনাস্থলে আসলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে আইল্যান্ডের সাথে ধাক্কা লাগে। এতে সে গুরুতর আহত হয়। এলাকাবাসী তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। বেগমগঞ্জ মডেল থানার ওসি লিটন দেওয়ান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। কোন অভিযোগ না থাকায় নিহতের লাশ পরিবারের সদস্যদেও কাছে হস্তান্তর করা হয়েছে।
