ইয়াকুব নবী ইমন, নোয়াখালী
নোয়াখালীর বেগমগঞ্জে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে একলাশপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে শাহজালাল ইসলামি ব্যাংক চৌমুহনী ও বক্সির হাট শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান। ব্যাংকের চৌমুহনী শাখার ম্যানেজার এম এ হান্নান এর সভাপতিত্বে এতে বক্সির হাট শাখার ম্যানেজার মাসুদুর রহমান, চৌমুহনী সাধারণ ব্যবসায়ী সমিতির সভাপতি হুমায়ুন কবির, একলাশ পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছালেহ আহমেদ সহ অনেকে উপস্থিত ছিলেন।
