ইয়াকুব নবী ইমন, নোয়াখালী
নোয়াখালীর বেগমগঞ্জে একটি সিএনজি ফিলিং স্টেশনে যাত্রীবাহি বাসের গ্যাস সিলিন্ডার বিষ্পোরনে অন্তত ৫ জন আহত হয়েছে। সোমবার রাত ৯ টার দিকে চৌমুহনী-লক্ষ্মীপুর সড়কের কেন্দুরবাগ সিএনজি ফিলিং স্টেশনের অভ্যন্তরে বিকট শব্দে এই বিষ্পোরনের ঘটনা ঘটে। এ সময় চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্র জানায়, রাত ৯ টার দিকে আজাদ পরিবহন নামের যাত্রীবাহি একটি বাস গ্যাস নেয়ার জন্য সিএনজি স্টেশনে অপেক্ষা করছিলো। এ সময় হঠাৎ করে গাড়িতে থাকা গ্যাস সিলিন্ডারটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে বাসের সামনের পিচনের ও পাশের কাচের গ্লাসগুগো ভেঙ্গে যায়। এ সময় ৫ বাসে থাকা অন্তত ৫ জন যাত্রী আহত হয়। বিষ্পোরনের শব্দে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিষ্পোরনে বাসটিতে সামান্য অগুন ধরে যায়। তাৎক্ষনাত খবর পেয়ে চৌমুহনীর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। চৌমুহনী ফায়ার স্টেশন মাস্টার মোহাম্মদ মোজাম্মেল হক জানান, কি কারণে বাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। তবে গ্যাস সিলিন্ডারটি মেয়াদ উত্তীর্ন ছিলো কিনা তা তদন্তের পর বলা যাবে।
