ইয়াকুব নবী ইমন, নোয়াখালী:
নোয়াখালীর মাইজদীতে পিক আপের ধাক্কায় দুই মোটর সাইকেল আরোহী নিহত। বৃহস্পতিবার(১৫ জানুয়ারী) রাতে চৌমুহনী-সোনাপুর সড়কের মাইজদী বাজারের উপজেলা ভূমি অফিসের সামনে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- সদর উপজেলার বিনোদপুরের অমেষ চন্দ্র ভৌমিকের পুত্র অভি দেবনাথ ও কানু চন্দ্র শীলের পুত্র হৃদয় চন্দ্রশীল। স্থানীয়রা জানায়, নিহতরা চৌরাস্তা থেকে বিনোদনপুর যাওয়ার সময় ঘটনাস্থলে পৌঁছামাত্র মুরগীবাহী একপি পিকআপভ্যান ইউটার্ন নেয়ার সময় ধাক্কা খায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতালে নিয়ে গিলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন। নোয়াখালী সদর মডেল থানার ওসি কামরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক পিক-আপ ও মোটরসাইকেল টি উদ্ধার করে। পিক-আপের ড্রাইভার পালিয়ে যায়। নিহতদের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
