ইয়াকুব নবী ইমন, নোয়াখালী
নোয়াখালী জেলা শহর মাইজদীতে পিকআপ চাপায় অভি দেবনাথ (২৪) ও হৃদয় চন্দ্র শীল (২৮) নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় পিকআপটি আটক করতে পারলেও পালিয়ে যায় চালক। শুক্রবার (১৬ জানুয়ারী) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান মোটরসাইকেল আরোহীর হৃদয় চন্দ্র শীল। এরআগে বৃহস্পতিবার দিবাগত রাত ১টা দিকে ঘটনাস্থল সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসের সামনে মারা যান অন্য আরোহী অভি দেবনাথ। নিহতরা হচ্ছেন, নোয়াখালীর সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের অমেশ কুমারের ছেলে অভি দেবনাথ ও কানু চন্দ্র শীলের ছেলে হৃদয় চন্দ্র শীল।জানা গেছে, রাত ১টার দিকে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থেকে নোয়াখালীর সদর উপজেলার বিনোদপুরের উদ্দেশ্যে রওনা করেন দুই মোটরসাইকেল আরোহী। তাদের মোটরসাইকেলটি সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসের সামনে পৌঁছলে ফোর লেন সড়কের টার্নিং দিয়ে ইউটার্ন নেওয়ার সময় একটি মুরগিবাহি পিকআপ সামনে থাকা মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যান অভি দেবনাথ। পরে স্থানীয় লোকজন হৃদয়কে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে ঢাকা স্থানান্তর করা হয়। শুক্রবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় সে। সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে পিকআপ ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। পিকআপ চালক পলাতক রয়েছে। নিহতদের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
