নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর বেগমগঞ্জ সাব রেজিষ্ট্রি অফিসের দলিল লিখক ও স্টাম্প ভেন্ডার সঞ্চয় সমিতির সাবেক সভাপতি সামছু উদ্দিন সোহেলকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে সাব রেজিষ্ট্রি অফিসের নিজ কার্যালয় থেকে সাদা পোশাকে পুলিশ তাকে আটক করে নিয়ে যায়। বেগমগঞ্জ মডেল থানার ওসি লিটন দেওয়ান আটকের বিষয়টি নিশ্চিত করে জনান, সোহেলের বিরুদ্ধে দলিল লেখক সমিতির সভাপতি থাকা কালে বিভিন্ন অনিয়ম, দূর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে। সে অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে কোন মামলায় তাকে আটক করা হয়েছে তার সুনির্দিষ্ট তথ্য না দিয়ে এ বিষয় পরে জানানো হবে বলে জানান ওসি লিটন দেওয়ান।