ইয়াকুব নবী ইমন, নোয়াখালী
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নোয়াখালী জেলা উত্তর শাখার উদ্যোগে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়। শনিবার বিকালে ‘জুলাই গণহত্যার বিচার চাই’ শ্লোগানে অনুষ্ঠিত এ কর্মসূচিকে ‘জুলাই দ্রোহ’ হিসেবে আখ্যায়িত করা হয়। মিছিলটি চৌমুহনী পূর্ব বাজার কাছারিবাড়ি মসজিদ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে হাজারো শিবির কর্মী, ছাত্র, যুবক ও গণমানুষ অংশগ্রহণ করেন। মিছিলে অংশগ্রহণকারীরা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন। মিছিলে নেতৃত্ব দেন ছাত্রশিবির নোয়াখালী জেলা উত্তর শাখার সভাপতি দাউদ ইসলাম ও সেক্রেটারি মুজাহিদুল ইসলাম সহ ছাত্রশিবির নোয়াখালী জেলা উত্তর শাখার নেতৃবৃন্দ। সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রশিবির নোয়াখালী জেলা উত্তর শাখার সভাপতি বলেন, জুলাই মাসে ঘটে যাওয়া রক্তাক্ত গণহত্যার বিচার এখনো হয়নি। ইতিহাস ধামাচাপা দেওয়া হলেও শিবির তা ভুলে যায়নি। ইতিহাসের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। নেতৃবৃন্দ আরো বলেন, এই মিছিলের মাধ্যমে তারা সরকার ও মানবাধিকার সংগঠনগুলোর দৃষ্টি আকর্ষণ করতে চান যেন নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ‘জুলাই গণহত্যার’ বিচার নিশ্চিত হয়। এ সময় বক্তারা বলেন ৫ আগস্ট এর ভিতর জুলাই সনদ ঘোষণা দিতে হবে। না হয় বাংলাদেশে আরেকটি ৩৬ জুলাই নেমে আসবে। মিছিলটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে চৌমুহনী চৌরাস্তা নামক স্থানে শেষ হয়।
