ইয়াকুব নবী ইমন, নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সেবারহাটের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী-২ আসনের জামায়াতের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ সাইয়েদ আহমেদ। মোহাম্মদপুর ইউনিয়ন জামায়াতের আমির আবুল খায়েরের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাওলানা ইয়াছিন করিম, সেক্রেটারী মাওলানা নুরুল আফছার, সেনবাগ উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি নুরুল হুদা মিলন, জামায়াত নেতা জহির উদ্দিন রায়হান, ইব্রাহিমখ খলিল শিমুল, এনায়েত উল্লাহ মুক্তার, ইউনিয়ন যুব বিভাগের সাধারণ সম্পাদক মো: নিজাম উদ্দিনসহ অনেকে বক্তব্য রাখেন। সমাবেশের সঞ্চালনায় করেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী জহির হোসেন।
