মাকসুদ আলম (নোয়াখালীর) সোনাইমুড়ী
নোয়াখালীর সোনাইমুড়ীতে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শুক্রবার সকালে সোনাইমুড়ী সরকারি কলেজ মাঠে আলোচনা সভার আয়োজন করা হয়। এরপর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজিম উদ্দিন রনির সভাপতিত্বে সদস্য সচিব নুর মোহাম্মদ সাদ্দাম ও পৌর ছাত্রদলের সদস্য সচিব সহেল উদ্দিন সজিবের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনাইমুড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি আনারুল হক কামাল, সোনাইমুড়ী পৌরসভার সাবেক মেয়র মোতাহের হোসেন মানিক, উপজিলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন সানি, দেওটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দিদার হোসেন দিদার, আবদুল গনি পাটওয়ারী মামুন, পৌরসভা বিএনপি’র সদস্য সচিব সৈয়দ রেজায়া রাব্বী মাহবুব সহ সোনাইমুড়ি উপজেলা এবং পৌরসভা বিএনপি’র যুগ্ন আহবায়ক ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের বক্তব্য শেষে বর্ণাঢ্য রেলির মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ করেন।