ePaper

নোয়াখালীতে চাঁদার দাবীতে বসত বাড়িতে কিশোর গ্যাং-এর হামলা ভাংচুর আহত ১ আতঙ্কে পরিবার

নোয়াখালী প্রতিনিধি

সন্ত্রাসীদের দাবিকৃত চাঁদা না দেওয়ায় নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মধ্য হাজিপুর গ্রামের বাঁশতলা এলাকায় সাবেক সরকারি কর্মকর্তা মোহাম্মদ ইয়াকুব এর বাড়িতে দফায় দফায় হামলা ভাঙচুর করেছে কিশোর গ্যাং সদস্যরা। তাদের হামলায় মোহাম্মদ ইয়াকুব আহত হয়েছেন। মঙ্গলবার রাতে এই হামলার ঘটনা ঘটে। আহত এলজিইডি কর্মকর্তা ইয়াকুব জানান, তিনি পুরাতন বসত ভিটিতে একটি ঘর করেন ও ঘরের পাশে মাটি ফেলতে গেলে স্থানীয় চাঁদাবাজ ইউপি মেম্বার কিশোর গ্যাং এর গডফাদার মুজিবুর রহমান মুজিরেব নেতৃত্বে কিশোর গ্যাং এর সদস্য বারবার চাঁদার জন্য জন্য আসে এবং ভয় দেখিয়ে কিছু টাকাও নেয় তারা। পরবর্তীতে আর চাঁদা না দেওয়াই পুনরায় তারা দফায় দফায় হামলা চালিয়ে বাড়িতে ভাঙচুর করে। বর্তমানে তিনি ও তার নিরাপত্তাহীনতায় ভুগছি। তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। স্থানীয়রা জানায়, মুজিবুর রহমান মুজিব মেম্বার আগে আওয়ামীলীগের সমর্থক ছিলো। ৫ই আগষ্টের পর থেকে তিনি বিএনপির নাম বিক্রি করে নানা অপকর্ম করছে। এলাকাবাসী তার কিশোর গ্যাং এর অত্যাচারে অতিষ্ঠ। রাত হলেই তারা মদ, গাজা, ইয়াবসহ বিভিন্ন মাদকদ্রব্য নিয়ে আসর বসায়। এ বিষয়ে অভিযুক্ত ইউপি মেম্বার মুজিবুর রহমান মুজিবকে এলাকায় পাওয়া যায়নি। মোবাইলে কল করলেও রিসিভ করেননি। এ ব্যাপারে বেগমগঞ্জ মডেল থানা ওসি লিটন দেওয়ান জানান, এ বিষয়ে আমাকে কেউ এখনো জানায়নি, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *