ePaper

নোয়াখালীতে গণিত ও চিত্রাংকন প্রতিযোগীতার পুরস্কার বিতরণ

filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:0facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 65.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

নোয়াখালী প্রতিনিধি

আলোহা বাংলাদেশ নোয়াখালীর জেলার শাখার উদ্যোগে গণিত ও চিত্রাংকন প্রতিযোগীতা ২০২৪ এর বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিরতণ করা হয়েছে। জেলা শহর মাইজদীর নবাব কনভেনশন হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার নূর উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর। প্রতিষ্ঠানের ব্র্যাঞ্চ ওনার দিদারুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনসুর আলী চৌধুরী, আলোহা বাংলাদেশ নোয়াখালী শাখার কো অর্ডিনেটর অনামিকা সূত্রধর সহ অনেকে। পরে অতিথিরা বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *