ইয়াকুব নবী ইমন, নোয়াখালী
এবার নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার সোনাপুর ইউনিয়ন কৃষকদল নেতা মো. সুজনের হাতে অবৈধ অস্ত্রের ভিডিও ভাইলাল হয়েছে। গত দুই দিন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, একটি ঘরে সুজন কয়েকজন সঙ্গীসহ আড্ডা দিচ্ছেন। এ সময় তিনি একটি অগ্নেয়াস্ত্র পরিস্কার করেন। পরে সেটি কোমরে গুজিয়ে রাখেন। এ সময় তাকে অনেকটা হাসিমুখে দেখা যায়। এদিকে সুজনের হাতে অবৈধ অস্ত্রের এই মহড়ায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা জানায়, সোনাপুর এলাকাটি সন্ত্রাস কবলিত এলাকা। প্রায় সময় এই এলাকায় সন্ত্রাসী কর্মকান্ডের ঘটনা ঘটে। কৃষকদল নেতা সুজন এলাকার মানুষকে জিম্মি করে নানা অপরাধমুলক কর্মকান্ড করে আসছে। পতিত সৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পর সুজন অস্ত্রের মহড়া মাধ্যমে এলাকায় জানান দিচ্ছে সে মাঠে রয়েছে এবং অধিপত্য বিস্তারের চেষ্টা করছে। তার বিরুদ্ধে চাঁদাবাজি, জবরদখল, ছিনতাইসহ নানা অভিযোগ রয়েছে। তবে অজ্ঞাত কারণে প্রশাসন সুজনের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নেওয়ায় এলাকার মানুষ চরম নিরাপত্তহীনতায় ভূগছে। স্থানীয়রা তাকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে। অবৈধ অস্ত্র হাতে নিয়ে পরিস্কার করা ও সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগের বিষয়ে কথা বলতে সুজনকে এলাকায় পাওয়া যায়নি। স্বজনরা কেউ কথা বলতে রাজি হয়নি। এ বিষয়ে জানতে সোনাইমুড়ী উপজেলা বিএনপির আহবায়ক আনোয়ারুল হক কামালকে কল করলেও তিনি রিসিভ করেননি। তবে সোনাইমুড়ী উপজেলা বিএনপির সদস্য সচিব দিদার হোসেন জানান, বিষয়টি সত্য না মিথ্যা তা আমার জানা নেই। আপনি তার একটি ছবি পাঠান। আমরা খোঁজ খবর নিয়ে বলতে পারবো। এ ব্যাপারে সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোরশেদ আলম জানান, তার বিষয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে, অবৈধ অস্ত্রধারী হলে তাকে আইনের আওতায় আনা হবে।