ইয়াকুব নবী ইমন, নোয়াখালী
নোয়াখালীতে ইরি বোরো ধান চাষে ব্যস্ত সময় পার করছে কৃষক। যদিও এবার বন্যার কারণে জমি থেকে দেরিতে পানি নামায় কৃষকরাও দেরিতে বীজ বপন ও ধান রোপন শুরু করে। তাদের সহযোগীতা করছে উপজেলা কৃষি বিভাগ। সরেজমিন জেলার বিভিন্ন গ্রামে গিয়ে দেখা গেছে, কৃষকরা বীজ তলা থেকে ধানের চারা উত্তোলন করে জমিতে রোপন করছে। মাঠে ব্যস্ত সময় পার করছে তারা। সদর উপজেলার চর উড়িয়া গ্রামের কৃষক হোসেন আহমেদ জানান, বন্যার পানি নামার পর তিনি বীত তলা তৈরী করেন। বীজ যখন বড় হচ্ছিলো তখনি ঠান্ডা জনিত কারণে অনেক চারা লাল হয়ে মরে যায়। এখন তিনি অন্য কৃষকের কাছ থেকে ক্রয় করে জমিতে ধানের চারা রোপন করছেন। সোনাইমুড়ী উপজেলার অম্বরনগর ইউনিয়নের ওয়াছেকপুর গ্রামের কৃষক আবদুল হান্নান জানান, বন্যার কারণে এবার জমি থেকে পানি নামতে দেরি হয়েছে। তাই বীজ তলা তৈরী করতেও তাদের দেরি হয়। এখন জমিতে ধানের চারা লাগাচ্ছি, সামনে দেখা যাক কি হয়। বেগমগঞ্জ উপজেলার কুতুবুপুর গ্রামের কৃষক নুর নবী জানান, সরকারী ভাবে আমাদেরকে বীজ ও সার দেওয়া হলেও কৃষি পন্যের উর্ধগতির কারণে এবারও অনেক কৃষক ইরি বোরো ধান রোপন করছেনা। এছাড়ও রয়েছে শ্রমিক সংকট। কৃষকরা কৃষি পন্যের দাম কমাতে সরকারের প্রতি আহবান জানিয়েছে। এ ব্যাপারে জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপপরিচালক ডা. মীরা রানী দাস জানান, এবার আমাদের ইরি বোরো ধানের লক্ষমাত্রা ১ লাখ ৬ শত ৫০ হেক্টর। বন্যার কারণে দেরিতে ধান রোপন হলেও আশা করি লক্ষমাত্রা অর্জিত হবে। কৃষকদের সরকারী ভাবে বিনামূল্যে বীজ ও সার সরবরাহ করা হয়েছে। ঠান্ডা জনিত কারণে কোন কৃষক ক্ষতিগ্রস্ত হলে তাদের সব রকমের সহযোগীতা করা হবে বলেও জানান তিনি।