ePaper

নোয়াখালীকে বিভাগের দাবিতে সোনাইমুড়ি বাইপাস চত্বরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

মাকসুদ আলম (নোয়াখালী) সোনাইমুড়ী

ফেনি, লক্ষ্মীপুর ও নোয়াখালী কে নিয়ে বিভাগ ঘোষণার দাবিতে সোনাইমুড়ীর বাইপাস চত্বরে হাজার হাজার স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে এক বিশাল মানববন্ধনের আয়োজন করা হয়। উক্ত মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার ব্যানার পেস্টনে মুখরিতা হয়ে ওঠে সোনাইমুড়ি উপজেলার বাইপাস চত্তর, উল্লেখযোগ্য ভূমিকা ছিল সোনাইমুড়ি হামি দিয়া কামিল মাদ্রাসার ছাত্র-ছাত্রী বৃন্দ, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কামরুজ্জামান স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীবৃন্দ, সোনাইমুড়ি সরকারি কলেজের ছাত্র-ছাত্রীরা চোখে পড়ার মত বিশাল মিছিল নিয়ে হাজির হয়ে বাইপাস চত্বর কাপিয়ে তোলেন বিভাগ বিভাগ চাই নোয়াখালী বিভাগ চাই, তেমনি ভাবে আরেকটা বিশাল মিছিল নিয়ে আসেন অলিউল্লাহ একাডেমীথেকে, আট দশটা স্কুলের ছাত্র ছাত্রীদের পদচারণায় বাইপাস চত্বর কানায় কানায় ভরে গিয়ে চারি পাশের রাস্তায় ব্লকেট তৈরি হয়ে যায় লকেট করার ইচ্ছা না থাকলেও আপনা আপনিতে ছাত্র-ছাত্রীদের তিল ধরার ঠাই না থাকায় পুরো বাইপাস সফটওয়্যার ব্লকেট হয়ে যায় প্রায় কোনটা ব্লকের থাকার পরে বিভিন্ন নেতা-নেত্রীদের বক্তৃতার পরে ব্লকেট শেষ হয়, সোনাইমুড়ীর মোস্তফা হাজরা ফাউন্ডেশন এর বিভিন্ন ব্যানার ফেস্টুন ছেয়ে যায় উপজেলা বাইপাস সত্তর, সাথে যোগ হয়, সোনাইমুড়ি দলিল লেখক সমিতির পক্ষ থেকে সকলেই ব্যানার পেস্টুন নিয়ে আসেন আন্দোলনে একাত্মতা পোষণ করেন দলিল লেখক সমিতির সভাপতি মাকসুদ আলম মেম্বার, নোয়াখালী বিভাগ আন্দোলনে সক্রিয় ভূমিকায় অংশ নেন সোনাইমুড়ী উপজেলা প্রেসক্লাবের সম্মানিত সভাপতি মাকসুদ আলম, সাংবাদিকবৃন্দ, সাধারণ সম্পাদক সেলিম মিয়া, সহ-সভাপতি নিজামুদ্দিন, জয়েন সেক্রেটারি মাসুদ করিম, রাজধানী টিভির প্রতিনিধি বেল্লাল হোসেন নাঈম, সাংগঠনিক সম্পাদক নূর মোহাম্মদ সবুজ, দপ্তর সম্পাদক হানিফ রানা, অন্যতম সদস্য মাহবুব আলম ও সভাপতিত্বে মাকসুদ আলম বক্তব্য রাখেন, আরো বক্তব্য রাখেন ইয়াকুব আল মাহমুদ ও সোনাইমুড়ি প্রেসক্লাব সভাপতি বেলাল ভূঁইয়া, চাটখিল উপজেলা প্রেসক্লাবের সভাপতি আনিস আহমদ হানিফের নেতৃত্বে আসেন চাটখিল উপজেলার, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন অঙ্গ সংগঠনের ব্যানার থেকে ডাক আসে অতিসত্বর নোয়াখালী বিভাগ বাস্তবায়ন না হলে ফেনী চট্টগ্রাম মহাসড়কের অচিরেই অবরোধের ডাক আসবে, অনিদৃষ্টকালের জন্য ফেনী চট্টগ্রাম মহাসড় ব্লকেট করা হবে এই হুঁশিয়ারি দিয়ে প্রত্যেকে প্রত্যেকের অবস্থান থেকে আওয়াজ তোলেন বিভাগ বিভাগ বিভাগ চাই নোয়াখালী বিভাগ চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *