মোহাম্মদ আলী, ভোলা
ভোলা সদর-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও দাড়িপাল্লার প্রার্থী অধ্যক্ষ মাওলানা মো. নজরুল ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) রিটার্নিং কর্মকর্তার যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেওয়া হয়। মনোনয়নপত্র বৈধ ঘোষণার খবর জানার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অধ্যক্ষ মাওলানা মো. নজরুল ইসলাম বলেন, “আলহামদুলিল্লাহ, মনোনয়নপত্র বৈধ ঘোষণার মাধ্যমে ভোলা সদর-১ আসনের জনগণের কাঙ্ক্ষিত পরিবর্তনের পথে আমরা আরেক ধাপ এগিয়ে গেলাম। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এ আসনের সাধারণ মানুষ ন্যায়, ইনসাফ ও ইসলামী মূল্যবোধের পক্ষেই রায় দেবেন।”তিনি আরও বলেন, “নির্বাচিত হলে এলাকার শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, নৈতিকতা প্রতিষ্ঠা ও সুশাসন নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করবো। দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং মানুষের মৌলিক অধিকার রক্ষাই হবে আমার প্রধান লক্ষ্য।”মনোনয়নপত্র বৈধ ঘোষণার খবরে জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা গেছে। তারা অধ্যক্ষ নজরুল ইসলামের নেতৃত্বে ভোলা সদর-১ আসনে দাড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
